জাতীয়

ভৈরবে ট্রমা হাসপাতালের ভূল চিকিৎসায় যুবকের মৃত্যুর ঘটনায় চিকিৎসক পুলিশ হেফাজতে

জাহাঙ্গির আলম

ভৈরবে ট্রমা জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসায় জুয়েল নামে এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে ভৈরব ট্রমা হাসপাতালের ডাঃ কামরুজ্জামান আজাদের অবহেলা ও ভুল চিকিৎসার কারণে তার মৃত্যু হয়েছে বলে স্বজনরা জানান। নিহত জুয়েল পৌর এলাকার চন্ডিবের দক্ষিনপাড়া এলাকার আলাউদ্দিন মিয়ার ছেলে। এঘটনায় অভিযুক্ত ডাঃ কে অবরোদ্ধ করে হাসপাতাল ভাংচুর করেন নিহতের স্বজন ও স্থানীয় লোকজন। পরে র্যাব-পুলিশের হস্থক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

ভৈরবের চিকিৎসা ব্যবস্থা দিনে দিনে অবনতি ঘটছে। এর দায় নিবে কে। এতো এতো মানুষের যে মৃত্যু হচ্ছে।ডাক্তারের একটু অসচেতনতার কারণে মানুষ দিনে দিনে মৃত্যু মুখে যাচ্ছে। আবার এই সব ডাক্তারকে বাঁচাতে কিছু মানুষ পক্ষ নেয়।তাই আমরা এখনি সচেতন হয় এবং এই সব ডাক্তারদের বিরুদ্ধে রুখে দাড়ায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *