জাতীয়

ভৈরব-কিশোরগঞ্জ সড়কে সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি না মেনে যাত্রী বহন করছে সি.এন.জি

সমাধান ডেস্ক:
বিশ্বব্যাপী করোনা মহামারি সময়ে করোনার হটস্পট ভৈরব-কিশোরগঞ্জ সড়কে চলছে যাত্রী বহনে অনিয়ম, মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি ও সমাজিক দুরত্ব। দেশের সকল যানবাহনে সমস্ত আসনের অর্ধেক যাত্রী বহন করার নির্দেশ দেয়া হয়েছে রাষ্ট্রীয় আইনে। কিন্তু আইনের তোয়াক্কা না করে যেখানে সারা দেশে সিএনজি চালিত অটো রিক্সা গুলোতে বহন করছে ২ জন করে যাত্রী, সেখানে করোনার হটস্পট ভৈরবে তার উল্টো চিত্র। ভৈরব-কিশোরগঞ্জ সড়কে সিএনজি গুলোতে ২ জন যাত্রীর পরিবর্তে বহন করছে ৪/৫ জন যাত্রী। যা করোনা সংক্রমনের জন্য একটি মারাত্বক হুমকি স্বরূপ। এব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছে ভৈরবের সর্ব সাধারন। ছবিটি গতকাল শুক্রবার ভৈরব দুর্জয় মোড় হতে তোলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *