মোঃ ছাবির উদ্দিন রাজু কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: ভৈরবে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্ধোধন ।আজ শনিবার ভৈরবে জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইনেরউদ্বোধন হয়েছে। সকাল ১০টায় পৌরসভার মেয়র ইফতেখার হোসেন বেনু পৌর মাতৃসদনে এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাডা.খুরশিদ আলম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই কর্মসূচীর উদ্বোধন করেন। জানা যায়, এই কর্মসূচীর আওতায় উপজেলায় মোট ৫৪হাজার ৭শ ৮০জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এরমধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৬ হাজার ৯৫ জন শিশুকে নীল ক্যাপসুল আর ১ বছর থেকে ৫ বছর পর্যন্ত ৪৮ হাজার ৬শ ৮৫জন শিশুকে খাওয়ানো হবে লাল ক্যাপসুল।কর্মসূচী বাস্তবায়নে উপজেলার ৭টি ইউনিয়নের ২১টওয়ার্ডে ১৬৯টি কেন্দ্রে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এ কাজে ১৫৭ জন কর্মী এবং ২৮জন সুপারভাইজার নিয়োজিত আছেন। আর সার্বিক পর্যবেণে আছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডা. মো. খুরশীদ আলম।এদিকে পৌরসভার ১২টি ওয়ার্ডে ৭২টি কেন্দ্রে ভিটামিন এ ক্যাপসুল খাওয়াবেন ১৫০ জন কর্মী। পৌর স্বাস্থ্য পরিদর্শক নাসিমা বেগম থাকবেন সার্বিক পর্যবেক্ষণে । আজ থেকে শুরু হওয়া এ কর্মসূচী চলবে আগামী এক সপ্তাহ জুড়ে ।
Related Articles
মুরাদনগরে অবৈধ ড্রেজিংয়ে দিশেহারা কৃষক
নজরুল ইসলাম,মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার মুরাদনগরে অবৈধ ড্রেজার দিয়ে তিন ফসলি জমি থেকে মাটি উত্তোলনের ফলে এখন দিশেহারা হয়ে পড়েছে প্রায় সকল কৃষক। উপজেলার ২২টি ইউনিয়নে প্রায় দুই শতাধিক ড্রেজার দিয়ে প্রতিনিয়ত কৃষি জমি থেকে মাটি উত্তোলন করছে স্থানীয় কিছু প্রভাবশালী চক্র। এ বিষয়ে কৃষকরা অভিযোগ করলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবস্থা নেয়ার আগেই কাটা হয়ে যায় […]
শেফায়েত উল্লাহকে প্রধান আসামী করে ছিদ্দিক হত্যার মামলা হল কিশোরগঞ্জ আদালতে। ভৈরব থানাকে এফ.আই.আর এর নির্দেশ
মোশারফ হোসেন শ্যামল: ভৈরবে ছিদ্দিক মিয়া খুনের ঘটনার চারদিন অতিবাহিত হলেও বুধবার পর্যন্ত পুলিশ থানায় মামলা রেকর্ড না করায় । নিহতের ছোট ভাই রইছ মিয়া গত ১৯/০৭/২০১৮ ইং তারিখে ইউপি চেয়ারম্যান শেফায়েত উল্লাহকে প্রধান আসামি করে ৫৩ জনের বিরুদ্ধে কিশোরগঞ্জ আদালতে মামলা দায়ের করে। মাননীয় আদালত ভৈরব থানাকে মামলাটি এফ.আই.আর কারার আদেশ দেন। বাদীর অভিযোগ, রহস্য জনক […]
ভৈরব চেম্বারের নির্বাচনে সভাপতি হুমায়ুন কবির, সিনিয়র সহ-সভাপতি মোশারফ ও সহ-সভাপতি জাবেদ নির্বাচিত
সোহেল উর রহমান , ভৈরব প্রতিনিধি : আজ শনিবার উৎসাহ উদ্দীপনা ও উৎসবমুখর পরিবশে অনুষ্ঠিত হয়েছে ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র দ্বি-বার্ষিক নির্বাচন। ওই নির্বাচনে আলহাজ্ব হুমায়ুন কবির ৫৮০ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদন্দ্বী বর্তমান সভাপতি আলহাজ্ব আব্দুল্লাহ আল মামুন পায় ৫৭৩ ভোট। এছাড়াও সিনিয়র সহ-সভাপতি পদে আলহাজ্ব মোশারফ হোসেন […]