বিশেষ প্রতিবেদন

”রাস্তা ভাঙ্গনের” প্রকাশিত সংবাদের প্রতিবাদ

আশরাফ আলী বাবু, স্টাফ রিপোর্টার:

কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলাধীন আগানগর ইউনিয়নের গকুলনগর বাজার-রাধানগর ভায়া কালিকাপুর আরসিসি রাস্তার ইউড্রেন সহ একটি স্লাব অতিরিক্ত বৃষ্টির পানির চাপের কারনে ভেংগে পড়ায় এলজিইডি তথা সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য একটি কুচক্রী মহল স্থানীয় সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় গত ২৫ ও ২৮ জুন ২০২০খ্রি. দৈনিক যুগান্তর, বাংলাদেশ প্রতিদিন, সংবাদ, সময়ের আলো, পূর্বকণ্ঠ, স্থানীয় সাপ্তাহিক দিনের গান, স্থানীয় সাপ্তাহিক জনপদ সংবাদ ও বিভিন্ন অনলাইন গনমাধ্যমে  বিভিন্ন শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। সংবাদটি তথ্য ও বস্তুনিষ্ট বলে আমার মনে হয়নি তাই উক্ত প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। প্রকৃত পক্ষে রাস্তাটি নির্মাণে কোন অনিয়ম বা দূর্নীতি হয়নি। সিডিউল অনুযায়ী কাজটি বাস্তবায়ন করা হয়েছে।

ইউড্রেণসহ স্লাব ভেংগে পড়ার কারণঃ

২০১৫-১৬ অর্থ বছরের একটি আরসিসি রাস্তা, যার কাজ ২০১৭ সালে শেষ হয়। রাস্তাটির Upstream এবং down steam এর মধ্যে Level পার্থক্য প্রায় ৭ হতে ৮ ফুট। অর্থাৎ এক সাইড গভীর খাল, অপর সাইড উচু বসতবাড়ী ও ধানি জমি।। রাস্তা করার সময় এলাকার পানি নামার জন্য ৪টি ব্যবস্থা ছিল। এর মধ্যে ৩টি ইউড্রেণ ও একটি খাল। বর্তমানে মাটি ভরাট করার কারণে পানি নামার ৩টি ব্যবস্থা (২টি ইউড্রেণ ও একটি খাল) বন্ধ হয়ে যায়। গত ২০-০৬-২০২০ইং দিবাগত রাত্রি অত্র এলাকায় অতি বৃষ্টিপাতের কারণে পানির অতিরিক্ত চাপের ফলে ২ ফুট ওপেনিং এর ইউড্রেণ এর নীচ এবং সাইড থেকে মাটি সরে গিয়ে আরসিসি রাস্তার একটি স্লাব Inclind হয়ে বসে যায়। মূলত পানির অতিরিক্ত চাপের ফলে ঘটনাটি ঘটে। আরসিসি রাস্তা ৬১২মিটার লম্বা করে এক একটি স্প্যান ঢালাই করা হয়। কারণ হলো, যদি কোন কারনে রাস্তা ক্ষতি হয় সেটি যেন একটি স্প্যানের মধ্যে সীমাবদ্ধ থাকে। এক্ষেত্রেও এর ব্যতিক্রম হয় নাই। যেহেতু আরসিসি রাস্তা এক একটি স্প্যান হিসাবে ঢালাই হয়, সেহেতু আপাত দৃষ্টিতে দুই প্রান্ত না ভাংগা পর্যন্ত রড দৃষ্টিগোচর হয় নাই । রড ভাংগার পর সঠিক ভাবে রড এবং স্লাব থিকনেস পাওয়া যায়। । রাস্তাটি drawing, design এবং স্পেসিফিকেশন অনুযায়ী বাস্তবায়ন করা হয়েছে ।

(মোঃ আবু ইউসুফ)।

উপজেলা প্রকৌশলী এলজিইডি, ভৈরব, কিশোরগঞ্জ।

মোবাইলঃ ০১৭০৮-১৬১৪২৪

ই-মেইল: ue.bhairabalged.gov.bd

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *