জয়নাল আবেদীন রিটন, বিশেষ প্রতিনিধি:
ভৈরবে ধারালো চাকু ও ক্ষুরসহ জুয়েল মিয়া (২০) ও সুব্রত চন্দ্র বর্মণ (২১) নামে দুই ছিনতাইকারীকে আটক করেছে র্যাব-১৪, ভৈরব ক্যাম্পের সদস্যরা। আটক জুয়েল শহরের দক্ষিণ চন্ডিবের এলাকার সেলিম মিয়া এবং সুব্রত একই এলাকার লিটন চন্দ্র বর্মণের ছেলে।
র্যাব ক্যাম্প সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে একটি আভিযানিক দল আজ শনিবার বিকাল পাঁচটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরবের মেঘনা নদীর উপর নির্মিত শহীদ সৈয়দ নজরুল ইসলাম সড়কসেতুর নীচে অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে তাদের তলাশী চালিয়ে একটি ধারালো চাকু ও একটি ধারালো ক্ষুর এবং দুটি ছিনতাইকৃত মোবাইল সেট উদ্ধার করা হয়।
এ ব্যাপারে আটককৃত উপরোল্লিখিত দুজনের বিরুদ্ধে র্যাব বাদী হয়ে ছিনতাই ও অস্ত্র আইনে মামলা দায়েরের পর ভৈরব থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব ক্যাম্প অধিনায়ক, অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবোয়ের।