এ.আর. মুশফিক, স্টাফ রিপোর্টার:
কিশোরগঞ্জের ভৈরবে এসইউ ডিজাইন এন্ড কন্সুল্যান্ট আর্কিটেক অফিসে কনকর্ড রেডি-মিক্স এন্ড কংক্রিট প্রোডাকশন লি: এর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে কনকর্ড কংক্রিট ব্লক এর প্রশিক্ষণ সেমিনার। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মো: মাহবুব আলম ডেপুটি ম্যানাজার (মার্কেটিং) এবং মো: ফয়সাল আহমেদ সহকারী ম্যানাজার (মার্কেটিং), কনকর্ড গ্রুপ এন্ড কোম্পানি, সেমিনারে ভৈরবের হয়ে প্রতিনিধিত্ব করেন মো: সামি উল্লাহ, আর্কিটেক এসইউ ডিজাইন এন্ড কন্সুল্যান্ট আর্কিটেক। সেমিনারে প্রশিক্ষকগণ কনকর্ড কংক্রিট ব্লক এর বিভিন্ন সুবিধার কথা বর্ননা করেন। তারা বলেন আগামী প্রজন্মে ইটের পরিবর্তে কংক্রিট ব্লক এর অন্যকোন বিকল্প নেই। বিশ্বের প্রায় অনেক দেশেই এখন স্থাপনার কাজে ব্যবহৃত হচ্ছে কংক্রিট ব্লক। ইটের ভাটা পরিবেশের নানা ক্ষতি সাধন করছে এবং সরকার দেশের বিভিন্ন স্থানে ইটের ভাটা বন্ধ করে দিচ্ছে। তাই স্থাপনার জন্য কংক্রিট ব্লকই হবে উত্তম। এই ব্লকে ইটের ছেয়ে খরচ কম, শ্রমিকদের পরিশ্রম কম, এবং মজবুত ও নিরাপদ। প্রশিক্ষকরা আরো বলেন তাদের কোম্পানীতে প্রতিদিন ৬৫হাজার কংক্রিট ব্লক তৈরি হয়, তাই তারা দেশের যেকোন স্থানে চাহিদা মত ব্লক দ্রুত পৌঁছে দিতে সক্ষম। সেমিনারে উপস্থিত ছিলেন স্থাপনা কাজের সাথে জড়িত থাকা ব্যাক্তিবর্গ রাজমিস্ত্রি, কন্ট্রাকদার, ইটের ভাটার মালিক, ইটের ব্যবসায়ী, ইঞ্জিনিয়ার সহ আরো অনেকে। উপস্থিতদের অনেকের প্রশ্নের জবাব দেন প্রশিক্ষকরা।
স্থপতি মো: সামি উল্লা সবাইকে কংক্রিট ব্লক ব্যবহারে উৎসাহিত করে সেমিনারের সমাপ্তি করেন এবং সবার হাতে কনকর্ড কংক্রিট ব্লক ব্যবহার বিধিপত্র বিতরন করেন।