জয়নাল আবেদীন রিটন, ভৈরব প্রতিনিধি ॥
অধিক লাভের আশায় আগাম শীতকালীন সবজি চাষে আগ্রহ বেড়েছে কিশোরগঞ্জের ভৈরব
উপজেলার কৃষকদের মাঝে। এ বছর বৃষ্টি কম হওয়ায় শীতকালীন বিভিন্ন জাতের
সবজির চারা রোপণ ও পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন এখন কৃষক পরিবারগুলো।
নিজেদের প্রয়োজন ছাড়াও বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে এসব সবজি।
সরেজমিনে দেখা যায়, ভৈরব উপজেলার সাতটি ইউনিয়নে এবার আগাম সবজি চাষে
ব্যস্ত সময় পার করছেন কৃষক কৃষাণীরা। ইউনিয়নের বিভিন্ন ফসলি মাঠে কৃষকরা
শীতের আগাম আলু , সিম, কপি, বাধাকপি, লাউ, টমেটু, মুলা, খিরা, লালশাক,
ঢেঁরস, পালংশাক সহ আরো বিভিন্ন সবজি চাষ করতে জমি প্রস্তুত করছেন। আবার
কোন কোন কৃষক কৃষানীরা চারা গজানোর পর তা পরিচর্যা করছেন। শীতের মৌশুমে
যে কোনো ফসল আগাম চাষ হলে বাজারে এর চাহিদা থাকে বেশি । দামও পাওয়া যায়
ভাল। অল্প সময়ে কম খরচে অধিক মুনাফা লাভের জন্য ফুলকপি,বাঁধাকপি, টমেটু ও
সিমের চাদিাই থাকে বেশি। শীতকালীন শাকসবজির আগাম চাষ করে সেই বিবর্ণ মাঠ
রাঙিয়ে তুলেছেন অত্র এলাকার চাষীরা। আগাম শাকসবজি বাজারে তুলতে পারলে
বেশি টাকা আয় করা সম্ভব । সেই চিন্তা মাথায় রেখে জমি প্রস্তুত, চারা
রোপনে ব্যস্ত চাষিরা। সময় মত কৃষিকর্মকর্তার পরামর্শ পেয়ে কৃষকরা তাদের
আগাম সবজির চাষে বাম্পার ফলন লাভের আশা করছেন এ মৌশুমে। এ সবজি যেমন
মানুষের খাবারের চাহিদা পুরণ করবে তেমনই সবজি বিক্রি করে চাষীরাও লাভবান
হবে। সবজি বিক্রি করতে বজারে নিতে হয়না কৃষকদের । পাইকাররা মাঠে এসে খেত
থেকে কিনে নিয়ে যায় বলে জানান কৃষকরা।
কৃষকরা জানায়, আমরা এবার ল্উা, কপি, মুলা, লালশাক, সিম, টমেটো , খিরা,
মরিচ রোপন করছি। মরিচ সারিতে রোপন করলে যেমন আগাছা পরিস্কার করতে সুবিধা
তেমনি ফলনও ভাল হয়। কীটনাশক ও সার প্রয়োগ করতেও সুবিধা হয়। আগাম সবজি চাষ
একটা লাভ জনক ফসল। শীতের আগমনি সময়ে যদি আমরা আগাম সবজি চাষ করে ফলন
তুলতে পারি তাহলে আমরা লাভবান হব। এবারও আশা করছি আবহাওয়া যদি ভাল থাকে
তাহলে আমরা অনেকটা লাভবান হতে পারব।
আলু চাষি সিরাজ মিয়া বলেন , আমি এবার আলু চাষ করছি। গত বছর আলু চাষ করে
বেশ লাভবান হয়েছি। আশা করছি এবারও আলু বিক্রয় করে মোটামুটি কিছু টাকা আয়
করতে পারব।
মাঠকর্মী চন্দন সুত্র ধর বলেন, ঝগড়ারচর ব্লকে এবছর ১৬ হেক্টর জমিতে
রবিফসলের আবাদ সম্পন্ন করা হয়েছে। আবহাওয়া অনুকুলে থাকায় এবং কৃষি অফিসের
পক্ষ থেকে সার্বক্ষনিক পরামর্শ দেওয়ার ফলে এ বছর রোগ ও পোকামাকড়ের উপদ্রব
অনেকটা কম। কৃষকরা তাদের উৎপাদিত ফসল বিক্রি করে অনেক লাভবান হচ্ছে।
কৃষকরা আনন্দিত হয়ে পরবর্তিতে অন্য ফসলের দিকে ঝুকছে।
উপজেলা কৃষিকর্মকর্তা মোহাম্মদ আলম শরীফ বলেন, ভৈরব উপজেলায় রবি মৌশুমে
আগাম সবজি চাষ হচ্ছে। বর্তমানে ফসলের অবস্থা ভাল। আগাম সবজি আলু , টমেটো,
সিম এসব বাজারে নিয়ে আসতেছে। আবহাওয়া বর্তমানে যে অবস্থায় আছে যদি এমন
থাকে থাকে আমাদের যে লক্ষ মাত্রা আছে তা পূরণ হবে । তবে কৃষকরা বাজারে
ভাল দাম পাওয়ায় বেশ খুশি। কৃষকরা দিন দিন সবজি চাষে আগ্রহ হয়ে উঠছে।