শামসুল হক মামুন, জেলা (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
ভারতের দিল্লিতে মুসলিমদের ওপর উগ্রবাদীদের সহিংস হামলা ও মসজিদে অগ্নিসংযোগের ঘটনায় কিশোরগঞ্জের ভৈরবে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে মদিনার ফুল নামের একটি ইসলামী সংগঠন। আজ শনিবার সকালে পৌরসভার সামনে অনুষ্ঠিত ওই মানববন্ধন ও প্রতিবাদ সভায় সংগঠনের কয়েকশ কর্মী অংশ নেন।
সংগঠনের সভাপতি মেশকাত রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত ওই কর্মসূচিতে বক্তব্য দেন সাধারণ সম্পাদক আহমেদ হৃদয়, শামীম রহমান জয়, আমান উল্লাহ, আবু কাওসার রিমন, ওবাইদুল্লাহ সাবেরী, হাফেজ আল্লামা মাঈন উদ্দিন ফুলপুরি, হজরত মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা আবদুস সামাদ আজাদী প্রমুখ।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ভারতের নিরীহ মুসলিমদের ওপর আক্রমণ চালিয়ে উগ্রবাদীরা চরমভাবে মানবাধিকার লঙ্ঘন করলেও সে দেশের সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেনি। জননিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে সে দেশের পুলিশ প্রশাসন। এই দায় বর্তমান মোদি সরকার কিছুতেই এড়াতে পারবে না। তাই অবিলম্বে দোষীদের শাস্তি এবং মুসলিমদের সঠিক নিরাপত্তা দিতে সে দেশের সরকারের প্রতি আহ্বান জানান তাঁরা।
বক্তারা বলেন, উগ্রবাদীরা সে দেশের মুসলিমদের ওপর আক্রমণ চালিয়ে, মসজিদে আগুন দিয়ে বাংলাদেশসহ বিশ্বের মুসলিমদের হৃদয়ে আঘাত দিয়েছে। এই আঘাতের প্রতিবাদে যদি প্রতিঘাতের সৃষ্টি হয়, তখন ওই উগ্রবাদীরা পালানোর পথ খুঁজে পাবে না। ভারতের ৩০ কোটি মুসলিম ‘নারায়ে তাকবির’ বলে রুখে দাঁড়ালে কেউ তাদের দমিয়ে রাখতে পারবে না। যেমনি করে বদরের যুদ্ধে এক হাজার কাফেরের পরাজয় ঘটেছিল ৩০০ মুসলিমের কাছে।
তাঁরা তাদের বক্তব্যে আরো বলেন, বাংলাদেশে যদি আমরা হিন্দু-মুসলিম একই সঙ্গে মিলে-মিশে থাকতে পারি, তবে আপনারা কেনো পারেন না? আমরা তো মন্দির ভাঙি না, রক্ষা করি। আমরা তো হিন্দুদের ওপর হামলা করি না, ভাই-ভাই হয়ে থাকি। আপনারা কেনো পারবেন না? তাঁরা এ সময় হানাহানি ছেঁড়ে মানবতায় উজ্জীবিত হয়ে ভারতের ঐতিহ্যকে সমুন্নত রাখতে সেই দেশের সব নাগরিকের প্রতি আহ্বান জানান।