জাতীয়

‘বিএনপি নির্বাচনী ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র করছে’

নিজস্ব প্রতিবেদক : খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনী ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র করছে বিএনপি।

রোববার রাজধানীর পল্টনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণসংবর্ধনা সফল করতে ঢাকা মহানগর দক্ষিণের প্রস্তুতি সভায় তিনি এ কথা বলেন।

খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বিএনপির নেতাদেরকে উদ্দেশ্য  করে বলেন, কাউকে মাইনাস করার পথ আওয়ামী লীগ অবলম্বন করে না। আওয়ামী লীগ চায় আগামী নির্বাচনে বিএনপি আসুক।

তিনি আরো বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচনকালীন সরকার প্রধানের দায়িত্ব পালন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু বিএনপি একেক সময় একেক কথা বলেন। কখনো বলেন, তত্ত্বাবধায়ক সরকারের কথা আবার বলেন, নির্বাচন কমিশনকে বাতিলের কথা। আর এখন নির্বাচন নিয়ে বিভিন্ন ধুম্রজাল সৃষ্টির চেষ্টা চালাচ্ছে।

আগামী জাতীয় নির্বাচনের বিষয়ে বিএনপির সঙ্গে সংলাপের কোনো সুযোগ নেই বলেও এ সময় মন্ত্রী উল্লেখ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি এবং মহানগর দক্ষিণের নেতা-কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *