নিজস্ব প্রতিবেদক : হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেড় কোটি টাকা মূল্যের ৩ কেজি সোনা জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও ঢাকা কাস্টম হাউস।
বৃহস্পতিবার বিকেলে এক যৌথ অভিযানে বিমানবন্দরে ৫ নং স্ক্যানিং গেটের এক লাগেজ থেকে এসব সোনা উদ্ধার করা হয়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. সহিদুল ইসলাম রাইজিংবিডিকে এসব তথ্য জানিয়েছেন।
শুল্ক গোয়েন্দা জানায়, শাহজালাল বিমানবন্দরে ৫ নং হেভি লাগেজ স্ক্যানিং গেটে একটি লাগেজ স্ক্যানিং করার সময় লাগেজের ইমেজে স্বর্ণবারের মতো বস্তু দেখতে পাওয়া যায়। পরে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে শুল্ক গোয়েন্দা ও কাস্টম হাউস, ঢাকা কর্তৃক লাগেজ খুলে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় ২৬টি স্বর্ণবার জব্দ করা হয়। আটককৃত স্বর্ণের ওজন ৩ কেজি ২৪ গ্রাম।
গোপন সংবাদের মাধ্যমে জানতে পারা যায়, হেভি লাগেজ গেট দিয়ে স্বর্ণ চোরাচালান হবে। ৫ নং হেভি লাগেজ গেটে একটি লাগেজ অনেক সময় ধরে পড়ে থাকতে দেখে লাগেজটি স্ক্যানিং করা হয়। পরে যাত্রীবিহীন অবস্থায় লাগেজটি কাউন্টারে নিয়ে এসে বিশেষ কায়দায় লুকায়িত স্বর্ণবারগুলো জব্দ করা হয়। আটককৃত পণ্যের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।