বাংলাদেশ মানবাধিকার কমিশন কর্তৃক আয়োজিত, আলোচনা ও ইফতার মাহফিলে, প্রধান অতিথি হাজী নূর মোহাম্মদ চেয়ারম্যান ভৈরব ব্যবসায়ী পরিষদ, বিশেষ অতিথি আরেফিন জালাল রাজিব কাউন্সিলর ১১নং ওয়ার্ড, হাজী শাহজাহান মিয়া চেয়ারম্যান-দুস্ত ও প্রতিবন্ধি সংগঠন, আলহাজ আব্দুল হক বাদল সভাপতি জিলানী জামে মসজিদ পঞ্চবটি, সাবেক কাউন্সলর আক্তারুজ্জামান, এ,কে,এম, নাজমুল হক জেলা প্রতিনিধি-দৈনিক রুদ্রবাংলা, খাইরুল ইসলাম ভূইয়া-সাংবাদিক নেতা, অধ্যাপক মোতাহার হোসেন, নিজামউদ্দিন সরকার-পরিচালক চেম্বার অফ কমার্স ও মোবারক হোসেন পরিচালক চেম্বার অফ কমার্স, জাকির হোসেন পায়েল সভাপতি ৩নং ওয়ার্ড যুবলীগ, মনির হোসেন এরিয়া ম্যানাজার শক্তি, মোস্তাফিজুর রহমান ওয়াশিম-বিশেষ প্রতিনিধি somadhantv.com, বরকতউল্লাহ-সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ মানবাধিকার কমিশন ভৈরব উপজেলা শাখা, বিশ্বজিৎ শাহা-সহসভাপতি বাংলাদেশ মানবাধিকার কমিশন ভৈরব উপজেলা শাখা, মো শোহেল, মোশারফ হোসেন শ্যমল, ডা. মো: হাসান মাহমুদ, রতন চন্দ্র বর্মন, তৌহিদুল আলম- সহসাধারন সম্পাদক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, আশরাফ আলী বাবু, সভাপতিত্ব করেন আব্দুল লতিফ-সভাপতি বাংলাদেশ মানবাধিকার কমিশন ভৈরব উপজেলা শাখা ও চেয়ারম্যান somadhantv.com, সঞ্চালনায়, মহিউদ্দিন জুয়েল সাধারণ সম্পাদক বাংলাদেশ মানবাধিকার কমিশন ভৈরব উপজেলা শাখা। দোয়া পাঠ করেন খতিব, মোকলেসুর রহমান, সার্বিক সহযোগিতায় রাসেদুজ্জামান রাসেল, মনিরুজ্জামান মনির, রুবেল, জাকির, মনির হোসেন-somadhantv.com এর ক্যামেরা ম্যান। এতে আরো অন্যান্য গন্যমান্য অথিতিবৃন্দ উপস্থিত ছিলেন। somadhantv.com এর চেয়াম্যানকে ফুল দিয়ে বরণ করেন somadhantv.com এর শ্রীমঙ্গল প্রতিনিধি মো: জসিম উদ্দিন।
Related Articles
র্যাবের সাবেক অধিনায়ক লে. ক. হাসিনুরকে তুলে নেয়ার অভিযোগ
র্যাব-৭ এর সাবেক অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমানকে (অবঃ) ডিবি পরিচয়ে তুলে নেয়ার অভিযোগ করেছে তার পরিবার। বুধবার রাতে রাজধানীর পল্লবীতে নিজ বাসার সামনে থেকে তাকে মাইক্রোবাসে করে তুলে নেয়া হয় বলে জানা গেছে। তবে এ বিষয়ে সুস্পষ্ট কিছুই জানাতে পারেননি পল্লবী থানার ওসি নজরুল ইসলাম। জানতে চাইলে তিনি বলেন, হাসিনুর রহমান তুলে নিয়ে যাওয়ার অভিযোগ পেয়েছি। […]
ভৈরবে ৫ দিনব্যাপী স্কাউটস ইউনিট লিডার বেসিক ট্রেনিং কোর্সের উদ্ধোধন
মোঃ ছাবিরউদ্দিন রাজু বিশেষ প্রতিনিধি: ভৈরবে ৫০১তম স্কাউটস ইউনিট লিডার বেসিক ট্রেনিং কোর্সের উদ্ধোধন করা হয়েছে। আজ ৬ নভেম্বর রবিবার বিকেলে ভৈরবের ঐতিহ্যবাহী কমলপুর হাজী জহির উদ্দিন উচ্চবিদ্যালয় মিলনায়তনে ৫ দিনব্যাপী কোর্সের উদ্ধোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ভৈরব উপজেলা সহকারী কমিশনার( ভূমি )ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুলহাস হোসেন সৌরভ। এ উপলক্ষে কমলপুর হাজী জহির উদ্দিন […]
ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌকা ডুবি, জীবন নিয়ে বাড়ি ফিরে এলো ভৈরবের দুই যুবক ॥ নিখোঁজ-২
মোশারফ হোসেন শ্যামল, বিশেষ প্রতিনিধি ॥ গত ৯ মে, বৃহস্পতিবার লিবিয়ার জুয়ারা থেকে অবৈধ ভাবে নৌ পথে ইতালি যাওয়ার সময় তিউনিসিয়া উপকূলে অভিবাসী বোঝাই নৌকাটি ডুবে গেলে ১৬জন যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়। এর মধ্যে ৬০জন অভিবাসীর মৃত্যু হয় এবং বাকীরা নিখোঁজ রয়েছেন। ডুবে যাওয়া নৌকাটিতে অধিকাংশ যাত্রী ছিল বাংলাদেশী। ভাগ্যক্রমে বেঁেচ যাওয়া ১৪ অভিবাসীর […]