জাতীয়

ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদকে কটাক্ষ করায় ভৈরবে বিক্ষোভ সমাবেশ


জয়নাল আবেদীন রিটন:
মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে ফ্রান্সে ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে আজ ২৯ অক্টোবর, বৃহস্পতিবার সকাল ১০টায় ঢাকা- সিলেট মহাসড়কের ভৈরব নিউটাউন মোড়ে এক বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। ভৈরবের সর্বস্তরের তৌহিদী জনতার আয়োজনে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশে সভাপত্বি করেণ ভৈরব বাজার জামে মসজিদের খতিব হাফেজ মো ঃ জামাল উদ্দিন। কমলপুর ইসলামুল উম্মা মাদ্রাসর সহকারি পরিচালক মাওলানা সাইফুল ইসলাম সাহেলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন ওলামা পরিষদের সভাপতি হাফেজ মাওলানা মো ঃ আল আমিন, সাধারণ সম্পাদক এনাতুল্লাহ ভৈরবী , ভৈরব বাজার শাহে মসজিদের খতিব মাওলানা ওমর ফারুক, কমলপুর দারুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান কাশেমী , করোনায় মৃত ব্যাক্তিদের লাশ দাফনকারি সেচ্ছাসেবী টিম প্রধান মাওলানা মো ঃ আনাছ মাহমুদ প্রমূখ। বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন ভৈরবের বিভিন্ন ধর্মীয় ও মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
এ সময় ফ্রান্স সরকারের প্রধানমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করে তৌহিদী জনতা।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদকে (সা.) কটাক্ষ করে ব্যঙ্গচিত্র প্রকাশ করায় আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা মুসলিম জাতি হিসেবে ফ্রান্সে এমন ঘৃন্যতম ঘটনা কখনোই মেনে নিতে পারিনা। বক্তারা বাংলাদেস সরকারের কাছে আবেদন জানান, ফ্রান্সের দুতাবাস ও ফ্রান্সে তৈরি সকল প্রকারের পণ্য বর্জন করার আহ্বান জানান। এ ছাড়াও ভৈরব বাজারের সকল ব্যাবসায়ীদের আহ্বান জানান তারা যেন ফ্রান্সের সকল পণ্য ক্রয় বিক্রয় করা থেকে বিরত থাকেন। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ফ্রান্স সরকারের বিরুদ্ধে প্রতিবাদ ও দুতাবাস বয়কট না করলে প্রয়োজেন ভৈরবের তৌহিদী জনতা লংমার্চ করে ফ্রান্স দুতাবাস ঘেরাও কর্মসচির ঘোষণা দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *