রেজাউল আলম বিপ্লব:
নরসিংদীর বেলাবতে মশার কয়েল থেকে আগুন লেগে নগদ দেড় লক্ষ টাকা,আসবাবপত্র, বসত ঘর, ফার্মের মুরগী ও পুড়ে ছাই হয়ে গেছে মিলনের ভবিষ্যত স্বপ্ন।এতে আনুমানিক ক্ষতি হয়েছে প্রায় ৪ লক্ষাধিক টাকার সম্পত্তি। সাথে সাথে পুড়ে ছাই হয়ে গেছে ছেলেমেয়ে, বাবা, মা নিয়ে বাচার স্বপ্ন। ধার দেনা করে গড়ে তুলেছিলে স্বপ্ন বুনার ভবিষ্যত। সামান্য মশার কয়েলে পুড়ে গেছে সেই স্বপ্ন।
গতকাল মঙ্গলবার রাত ৯ টায় উপজেলার আমলাব ইউনিয়নের আমলাব গ্রামে এই আগুনের ঘটনা ঘটে।
জানা যায়,আমলাব গ্রামের মৃত বাবর আলীর ছেলে মিলন মিয়ার বসত ঘরে রাত ৯ টার দিকে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়।আগুনে মিলন মিয়ার ঘরে থাকা প্রায় দেড় লাখ টাকা,আসবাবপত্র ফার্নিচার পুড়ে ছাই হয়ে গেছে।এসময় পাশ্ববর্তী কালো মিয়ার লেয়ার মুরগীর ফার্মে আগুন ছড়িয়ে পড়লে ফার্মে থাকা ৭শ মুরগী পুড়ে যায়।
কালো ভূইয়া জানান,আমি মুরগী ফার্ম ভাড়া দিয়েছি অন্যজনের কাছে।আগুনে প্রায় ৭শ মুরগী মারা গেছে।যার বাজার মূল প্রায় ২ লক্ষ টাকা।
বেলাব ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা (লিডার) মোঃজসিম উদ্দিন বলেন,মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে সক্ষম হয়েছি।