এস কে সুমন, নরসিংদী: গত ১০ই ডিসেম্বর রোজ শুক্রবার নরসিংদীর পুরান পাড়া গাবতলী জামেয়া কাসেমিয়া দারুল হানান এতিমখানার গভর্নিং কমিটির সদস্য মঞ্জুরুরল হক প্রধানের বাবা, মায়ের আত্মার মাগফিরাত কামনান আয়োজন করা হয়েছে। জামেয়া কাসেমিয়া এতিমখানা হল রুমে দুই শত এতিম ছাত্রদের মাঝে উন্নত খাবারের আয়োজন করেন বিষ্টি ঠিকাদার জনাব, মঞ্জুরুল হক প্রধান। এসময় এতিমখানা হানান জামেয়া কাসেমিয়া মাদ্রাসার গভর্নিং কমিটির সদস্য গন ও স্থানীয় গন্য মান্য ব্যক্তিবর্গ গন ও সমাজের বিশিষ্ট জনেরা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যাঁরা । বাংলাদেশের সুনাম ধন্য আল্লামাহ সৈয়দ কামাল উদ্দিন জাফরী, প্রিন্সিপাল গাবতলী মাদ্রাসার মাওলানা দেলোয়ার হোসেন অধ্যক্ষ জামিয়া কাসেমিয়া মাদ্রাসা, মাওলানা আবুল কালাম আজাদ, প্রভাষক আরবি বিভাগ গাবতলী মাদ্রাসা, হাফেজ মাওলানা মোস্তফা আমিন খাঁন,পরিচালক জামেয়া কাসেমিয়া তাহ্ফিজুল কোরআন বিভাগ ও দারুল হানান এতিমখানা ঈমাম জামেয়া মসজিদ কমপ্লেক্স, মাওলানা গুফরানুল বারী, এবতেদায়ী বিভাগের প্রর্ধান জামেয়া কাসেমিয়া এতিমখানা। মো.ইব্রাহিম ভূঁইয়া ম্যানেজার ইসলামিক ব্যাংক নরসিংদী শাখা। এসআই কামরুল হাসান পিপিএম নরসিংদী সদর মডেল থানা সাইয়্যেদা মারজানা জাবীন প্রন্সিপাল জামেয়া কাসেমীয়া মহিলা কামিল মাদ্রাসা। সাইয়্যেদা রেজুয়ানা নাসরিন তাহফিজুল কুরআন বিভাগের পরিচালকা জামিয়া কাসেমিয়া এতিমখানা মহিলা বিভাগ। মহসিন এ এস আই প্রমূখঃ
Related Articles
ব্লাড ফর লাইফ,আগানগর ইউনিয়ন এর ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত
মোঃ ছাবির উদ্দিন রাজু ভ্রাম্যমান প্রতিনিধিঃ ভয় নেই রক্তদানে রক্ত দানে,মানবতা আনে! স্লোগানকে সামনে রেখে ব্লাড ফর লাইফ,আগানগর ইউনিয়ন এর ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত। আজ ৮ অক্টোবর সকালে আগানগর ইউনিয়নের জিল্লুর রহমান স্কুল এন্ড কলেজে সকাল ব্লাড ফর লাইফ এর উদ্যোগে শতাদিক রক্তের গুপ নির্নয়সহ আলোচনা সভার আয়োজন করা হয়। বক্তাগণ বলেন ১৯২৬সালে রেড ক্রস […]
ঝালকাঠি বৃষ্টি ও জোয়ারের পানিতে প্লাবিত
সাগরে সৃষ্ট লঘুচাপ এবং মৌসুমি বায়ুর প্রভাবে ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীতে পানি বেড়েই চলেছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল থেকে নদীর পানি বিপদসীমার ৩৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে জেলার নিন্মাঞ্চলের অন্তত ২০টি গ্রামের বসতঘর ও বিভিন্ন স্থাপনায় পানি ঢুকে পড়েছে। এদিকে বুধবার (২৩ সেপ্টেম্বর) থেকে দুইদিনের টানা বৃষ্টিপাতের কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। […]
নাক ডাকা রোগীদের জন্য সুখবর
নিজস্ব প্রতিবেদক : নাক ডাকা বা ঘুমে দম বন্ধ হয়ে যাওয়া রোগীদের জন্য সুখবর। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সি-ব্লকের সপ্তম তলায় ‘প্রশান্তির ঘুম’ ল্যাবের উদ্বোধন করা হয়েছে। এই ল্যাবটি রোগীদের পরীক্ষার জন্য রাতে খোলা থাকবে এবং ঘুমের মধ্যেই পরীক্ষা করা হবে। মঙ্গলবার সি-ব্লকের ষষ্ঠ তলার মাল্টিপারপাস হলে আয়োজিত এক অনুষ্ঠানে ‘স্লিপ ল্যাব অ্যান্ড সিএমই অন […]