সমাধান ডেস্ক : ভোলা জেলাধীন ভোলা পৌরসভার ১নং ওয়ার্ডে পৌরবাপ্তার স্থায়ী বাসিন্দা আলহাজ্ব আ.ফ.ম. হাফিজুল ইসলাম এক বাপের এক সন্তান হওয়ায় এবং তার কোন ছেলে সন্তান না থাকায় বয়স ৬৫ এর পরে অসুস্থ হলে মেয়েদের সাথে আমেরিকায় অবস্থানের পূর্বে প্রতিবেশী এ.এম.এম. সুফি আদুদুর রহমান ও সুফি রফিকুর রহমান, পিতা- মৃত. সুফি হাবিবুর রহমানকে হাফিজুল ইসলামের পৌত্রিক সম্পত্বিটি সরল বিশ্বাসে ১১২ শতাংশ যাহাতে বসত বাড়ীর ও দোকান ভাড়া এর দেখা শোনার দায়িত্ব দেন। ২০ই, ডিসেম্বর ২০১৬ আ.ফ.ম. হাফিজুলের প্রতিবেশিরা তাকে ফোন দিয়ে জানায় যে, তিনি যাদেকে তার পৈত্রিক বাড়ীটি দেখা শোনার দায়িত্ব দিয়েছিলেন যেমন- এ.এম.এম. সুফি আদুদুর রহমান তার ভাই সুফি রফিকুর রহমান, মৃত. সুফি হাবিবুর রহমান এবং তাদের ভাগিনা আশফিক রহমান সহয়তায় ইট, বালি, সিমেন্ট দিয়ে সকল সম্পত্তি দখল করে নিচ্ছে ও পুকুর ভরাট করছেন | তাছাড়া গত-০১/১২/২০১৬ ইং তারিখে আলহাজ্ব আ.ফ.ম. হাফিজুল ইসলাম বিদেশে থাকার পরও তার স্বাক্ষর ও টিপসহি নকল করে রেজি: অফিসকে ব্যবহার করে একটি জাল দলিল সৃজন করে এবং উক্ত ভুমিতে ভুমি দস্যুরা দারুল হাবিব নামে মাজার তৈরি করে। আ.ফ.ম. হাফিজুল ইসলাম এই ব্যাপারে জিজ্ঞাসা করলে ভুমি দস্যুরা তাকে বলে যা পারেন করেন , তিনি এর প্রতিবাদ করলে ভুমি দস্যুরা তার উপর ক্ষেপে যায় ও প্রাণ নাশের হুমকি দেয়। পরবর্তিতে আলহাজ্ব আ.ফ.ম. হাফিজুল ইসলাম ভোলায় একটি উচ্ছেদের মামলা করিলে তখন অত্র মামলায় ভূমি দস্যুগণ অত্র জাল দলিলটি আদালতে প্রদর্শন করিলে তাহা জানিতে পারেন| অত্র জালিয়াতির দলিলটি বাতিলের জন্য অন্য আরেকটি মামলা করে পরে তিনি অসুস্থতার কারনে তার বড় মেয়েকে ক্ষমতা দিয়ে ভোলা দেওয়ানি আদালতে মামলা পরিচালনার দায়িত্ব দেয়, যাহা চলমান।মামলার তারিখে তার মেয়ে হাজিরা দিতে গেলে তার মেয়ের পেছনে ভুমি দস্যুরা লোক দিয়ে বিভিন্ন প্রকার হুমকি মুলক আচরন করছে। এছাড়াও বিভিন্ন সুত্রে জানা গেছে উক্ত মাজারকে ঘিরে গড়ে ওঠেছে রমরমা ধর্মীয় ব্যবসা, ধর্মের নামে নিরীহ ও সহজ সরল মানুষদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা, এলাকায় ছড়িয়ে পড়ছে কুসংস্কার ও ধোকা বাজী, মাজারে বাজানো হচ্ছে উচ্ছ স্বরে মাইক, পার্শের মসজিদের মুসল্লীদের নামাজ পড়তে সমস্যা হচ্ছে, এলাকার মানুষ বিভিন্ন সমস্যায় ভুগছে, সাহস করে কেহ প্রতিবাদ করে না। আরও জানা যায় আলহাজ্ব আ.ফ.ম. হাফিজুল ইসলাম আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন, কেন্দ্রীয় অফিসে মানবাধিকার রক্ষা ও আইনী সহয়তা চেয়ে এ.এম.এম. সুফি আদুদুর রহমান, সুফি রফিকুর রহমান ও আশফিক রহমানদের বিরুদ্ধে মানবিক সহায়তা চেয়েছেন। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছেন।
Related Articles
ভৈরবে অপহৃত শিশু শিক্ষার্থী উদ্ধার
সোহেলুর রহমান: কিশোরগঞ্জের কুলিয়ারচর থেকে অপহৃত শিশু শিক্ষার্থী তামীম কে আজ সোমবার দুপুরে ভৈরব থেকে উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ । শিশুটি কুলিয়ারচর উপজেলার বাজরা তারাকান্দি কামালিয়া গ্রামের নাসির উদ্দিনের পুত্র বলে জানা গেছে । পরে বেলা সাড়ে ৩ টার দিকেশিশুটিকে তার মা-বাবার কাছে হস্তান্তর করেছে পুলিশ । শিশু তামীম জানায়, আজ সোমবার সকালে তামিম […]
বিএমএসএফ ঢাকা জেলার সদস্য গোলাম রাব্বানীর মরদেহ সোনারগাঁওয়ে উদ্বার
মোঃ ছাবির উদ্দিন রাজু বিশেষ প্রতিনিধিঃ ঢাকা,বৃহস্পতিবার, ৪ আগষ্ট ২০২২: অপরাধীদের বিরুদ্ধে বিভিন্ন সময় কথা বলা,সংবাদ প্রকাশ এবং ফেসবুকে লাইভ করার কারণে সোনারগাঁয়ের তরুন সাংবাদিক গোলাম গোলাম রাব্বানী রাব্বানী অবশেষে হত্যার শিকার হতে হলো। বীর মুক্তিযোদ্ধার সন্তান, সোনারগাঁয়ে স্ত্রী-সন্তান নিয়ে বসবাসকারী গোলাম রাব্বানী হত্যার ক্লু উদঘাটন করে অবিলম্বে জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক […]
মেম্বারের সম্মানী ভাতা আত্বসাতের দায়ে চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা
মোঃ নজরুল ইসলাম,মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি: টাকা আত্মসাতের দায়ে কুমিল্লার মুরাদনগর উপজেলার ২২নং টনকি ইউপি চেয়ারম্যান জাকির হোসাইন সরকারের বিরুদ্ধে মামলা হয়েছে। চেয়ারম্যান টনকি গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে। বৃহস্পতিবার দুপুরে কুমিল্লার ৮নং আমলী আদালতে ওই মামলা করেন একই পরিষদের ৪নং ওয়ার্ডের সদস্য ও টনকি গ্রামের মৃত ছিদ্দিকুর রহমানের ছেলে মজিবুর রহমান। আদালতের বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল […]