বিশেষ প্রতিবেদন

করিমগঞ্জে ব্র্যাকের মানবাধিকার ও আইন সচেতনতা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

সমাধান ডেস্ক:
আজ ২১/০৯/২০২০ ইং তারিখ রোজ সোমবার সকাল ১০.০০ ঘটিকার সময় কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার ০৩ নং কিরাটন ইউনিয়ন পরিষদে ব্র্যাক মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচি ও ০৩ নং কিরাটন ইউনিয়ন পরিষদের যৌথ উদ্যোগে মানবাধিকার ও আইন সচেতনতা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জনাব মো: ইবাদুর রহমান শামীম, চেয়াম্যান ০৩ নং কিরাটন ইউনিয়ন পরিষদ, করিমগঞ্জ ও সভা পরিচালনা করেন জনাব হাফিজা খানম, জেলা ব্যবস্থাপক ব্র্যাক মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচি কিশোরগঞ্জ অঞ্চল এবং সার্বিক সহযোগিতায় ছিলেন জনাব মো: মানিক মিয়া, ব্র্যাক মানবাধিকার ও আইন সহায়তা কর্মকর্তা করিমগঞ্জ ও নিকলী। সভায়াউপস্থিত ছিলেন উক্ত ইউনিয়নের সকল ইউপি সদস্য ও সদস্যা, সচিব, নিকাহ ও তালাক রেজিষ্টার, স্থানীয় ইমাম, প্রধান শিক্ষকসহ এলাকার কতিপয় গণ্য-মাণ্য ব্যক্তির্বগ। উপস্থিত ব্যক্তিরা ব্র্যাক মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচি কর্তৃক দেশের দরিদ্র, অসহায় ও র্নিযাতীত মানুষকে যে ভাবে বিনা পয়সায় আইনি সহায়তা ও পরার্মশ দিয়ে আসছে তার প্রশংসা করেন এবং সহায়তা নিতে দরিদ্র, অসহায় ও র্নিযাতীত মানুষকে এখন থেকে নিয়মিত ব্র্যাক আইন সহায়তা কেন্দ্রে পাঠাবেন বলে সিদ্ধান্ত করেন। এছাড়াও উক্ত ইউনিয়নে যেন কোন প্রকার মিমাংসা অযোগ্য অপরাধের সালিশ না হয় সে দিকে সবাই নজর রাখবেন বলে জানান। সভায় ব্র্যাক মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচির ৩৪ বৎসর, করোনা ভাইরাস, মানবাধিকার, জেন্ডার, ন্যায্যতা ও সমতা, প্রতিবন্ধী ব্যাক্তির অধিকার, মানবপাচার, পারিবারিক আইন ও বিরোধ, সালিশযোগ্য ও সালিশ অযোগ্য অপরাধ ইত্যদি বিষয় নিয়ে আলোচনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *