আন্তর্জাতিক

তুরস্কে বাংলাদেশিসহ ২৮৫ অভিবাসী আটক

আঙ্কারা, ১৯ জুলাই- তুরস্কের ভান প্রদেশের নিরাপত্তা বাহিনী ২৮৫ জন অভিবাসীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সরকারি বার্তা সংস্থা আনাদোলু এ তথ্য জানিয়েছে। আটককৃতদের মধ্যে বেশিরভাগই বাংলাদেশ ও আফগানিস্তানের নাগরিক বলে জানিয়েছে সংস্থাটি।

ইরান সীমান্তে অবস্থিত ভান প্রদেশের বিভিন্ন নিরাপত্তা চৌকিতে তাদের আটক করা হয়। এদের মধ্যে ৪৮ জন শিশু ও ৫১ জন নারী রয়েছেন বলে জানিয়েছে আনাদোলু।

সাম্প্রতিক সময়ে ইউরোপে অভিবাসী হতে ইচ্ছুকদের তুরস্ক হয়ে ইউরোপে ঢোকার চেষ্টা বেড়েছে। তুরস্ক থেকে নৌকায় সাগর পাড়ি দিয়ে তারা গ্রিসের বিভিন্ন দ্বীপে যাওয়ার চেষ্টা করেন। তবে ছোট নৌকা ব্যবহার করায় নৌকা ডুবে অনেক অভিবাসীর মৃত্যু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *