বিশেষ প্রতিবেদন

গ্রেপ্তার শিক্ষার্থীদের মুক্তি দিতে প্রধানমন্ত্রীকে অনুরোধ

নিজস্ব প্রতিবেদক : কোটা সংস্কার ও নিরাপদ সড়কের দাবিতে হওয়া আন্দোলনকে কেন্দ্র করে গ্রেপ্তার শিক্ষার্থীদের ঈদের আগে মুক্তি দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অনুরোধ জানিয়েছেন গণফোরম সভাপতি ও সংবিধান প্রণেতা ড. কামাল হোসেন।

এ বিষয়ে কথা বলার জন্য তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার সুযোগ চেয়েছেন।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবে জাতীয় ঐক্য প্রক্রিয়া আয়োজিত ‘নিরাপদ সড়ক ও কোটা সংস্কারের যৌক্তিক দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর নির্যাতন, নিপীড়ন বন্ধ ও গ্রেপ্তারকৃতদের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি’ শিরোনামে আয়োজিত সংহতি সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ড. কামাল হোসেন বলেন, ‘‘শিক্ষার্থীদের মুক্তি দিয়ে ঈদের সময় সরকার উদারতার পরিচয় দিক এটা আমরা চাই। খ্রিস্টানরাও বড় দিনকে সামনে রেখে এমন সিদ্ধান্ত নেয়।’’

তিনি বলেন, ‘‘আমি শতভাগ নিশ্চিত বঙ্গবন্ধুর কাছে আইনমন্ত্রী হিসেবে আমি এ ধরনের প্রস্তাব নিয়ে গেলে তিনি অবশ্যই কোনো রাগঢাক না করে ক্ষমা করে দিতেন। মেধা ও যোগ্যতার ভিত্তিতে চাকরি হবে- এটাইতো চেয়েছিলেন বঙ্গবন্ধু। তবে বঙ্গবন্ধুর কন্যার কাছে এর চেয়ে কম আশা কীভাবে করি? কাজেই আশা করি শিক্ষার্থীদের ওপর হামলা নির্যাতন অবিলম্বে বন্ধ করা হবে। প্রধানমন্ত্রীর একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে এ দাবি করছি।’’

নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনকে কেন্দ্র করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ২২ জন শিক্ষার্থী এবং সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন নিয়ে কয়েকজন শিক্ষার্থী গ্রেপ্তার আছে। যাদের কয়েক দফায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

প্রবীণ এ আইনজীবী বলেন, ‘‘নিরাপদ সড়ক ও কোটা সংস্কারের বিষয়টি নিয়ে  সমস্যার সৃষ্টি হয়েছে। এ বিষয়ে সরকারের শীর্ষ পর্যায়ের সঙ্গে আলোচনা করতেও প্রস্তুত। আপনার (প্রধানমন্ত্রী) সমালোচনা করতে আমরা সমবেত হয়নি, আমরা গ্রেপ্তারকৃত শিক্ষার্থীদের মুক্তি চাই। বন্ধ হোক গ্রেপ্তার নিপীড়ন নির্যাতন।’’

প্রধানমন্ত্রীর উদ্দেশে ড. কামাল বলেন, ‘‘সংবিধান নিয়েও আপনার সঙ্গে কথা বলতে চাই। আমরা চাই আপনি সংবিধান মেনে দেশ চালান। সংবিধানকে মেনে চলেই ভালো কাজ করা সম্ভব। সংবিধানকে অমান্য করে কোনো ভালো কাজ সম্ভব নয়।’’

অনুষ্ঠানে গণস্বাস্থ্যের প্রতিষ্ঠিাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, প্রাক্তন সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ ফজলুর রহমান, ডাকসুর প্রাক্তন ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমদ এবং গণফোরাম নেতাদের মধ্যে অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, মোশতাক আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *