মোঃ লুৎফর রহমান (খাজাশাহ্): ডিএমপি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ মাহাবুবুর রহমান, পুলিশ পরিদর্শক অপারেশন মোহাম্মদ নাজমুল হক, এস.আই মোঃ আনিসুর রহমান, এস.আই পার্থ কুমার চ্যাটার্জী, এস.আই মোঃ রাজীব মিয়া, এস.আই শাওন কুমার বিশ্বাস, এস.আই রুবেল মল্লিক, এস.আই মোঃ ওবায়দুর রহমান, এস.আই মোঃ হুমায়ুন কবীর, এ.এস.আই মোঃ আব্দুর রহিম, এ.এস.আই আব্দুল মতিন, এ.এস.আই মোঃ শামীম, এ.এস.আই মোঃ জামাল উদ্দিন, এ.এস.আই মোঃ নুরুজ্জামান, এ.এস.আই মোঃ ফুল মিয়া ও এ.এস.আই মোঃ বশির উদ্দিনসহ থানার অন্যান্য সংশ্লিষ্ট অফিসার ও ফোর্সগন পৃথক অপরাধ দমন অভিযান চালিয়ে গত নভেম্বর মাসে মাদক মালামালসহ ৩৩টি মাদক মামলায় ৩৯ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। উল্লেখ্য যে ৩৩ টি মাদক মামলায় ৩৯ জন মাদক ব্যবসায়ীদের কাছ থেকে মোট ৮শতাধিক ইয়াবা ও ৬শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে বলে থানায় কর্তব্যরত সংশ্লিষ্ট কর্মকর্তা এ প্রতিবেদক দৈনিক সোনালী বার্তার সহকারী সম্পাদক, সততা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় একাধিক স্বর্ণপদক পুরষ্কারপ্রাপ্ত লেখক, কবি ও কলামিষ্ট এবং সমাধানটিভি ডট কম এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ লুৎফর রহমান (খাজাশাহ্) কে এক সাক্ষাতে জানান।
Related Articles
নরসিংদীর বেলাবতে পেনসনের বই চুরি করে টাকা উত্তোলন করে নিয়েছে কর্মকর্তারা।
রাজু মিয়া, নরসিংদী প্রতিনিধি: ৬/২/১৯ তারিখে নরসিংদীর বেলাব উপজেলার হিসাব রক্ষক এর কার্যালয়ে ঘটে এই ঘটনা। মোছাঃ হাজনারা বেগম নামে এক মহিলা ঘটনার দিন সকাল ১০ ঘটিকার সময় উপজেলা হিসাব রক্ষক অফিসে পেনসনের বই সই করাতে গেলে হিসাব রক্ষক কর্মকর্তা স্যার অফিসে নেই বলে, অফিসের পিয়ন রুহুল আমিন তার কাছ থেকে পেনসনের বই রেখে […]
ব্রাহ্মণবাড়িয়ার বাদল ডাক্তার’কে আটক করেছে র্যাব-১৪, ভৈরব ক্যাম্প।
জয়নাল আবেদীন রিটন বিশেষ প্রতিনিধি: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত মাদক বিরোধী অভিযানে এলিট ফোর্স র্যাব গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে আসছে। মাদকের ভয়াল গ্রাস থেকে দেশ ও যুব সমাজকে রক্ষায় র্যাব নিরলস কার্যক্রম পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, একটি মাদক ব্যবসায়ী চক্র নিয়মিত সীমান্ত […]
কালিয়া কৈর এ বনের জমিতে অবৈধ ভাবে গড়ে তোলা বিলাশ বহুল বাড়ি উচ্ছেদ।
মো: আশরাফ আলী বাবু,চীফ রিপোর্টার:এক বিঘা দুই বিঘা নয়, প্রায় ৩০০ বিঘা বনের জমি দখল করে সাম্রাজ্য গড়ে তুলেছিল গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মূর্তিমান আতঙ্ক জসিম উদ্দিন ইকবাল ওরফে মুচি জসিম। বনের দখল করা জমিতে চারতলা বাড়িসহ একাধিক ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তুলেছিল মুচি জসিম। একসময় জুতা কারখানার সামান্য পিয়ন হয়ে ওঠে শতকোটি টাকার মালিক। জেলা গোয়েন্দা পুলিশের […]