বিশেষ প্রতিবেদন

কিশোরগঞ্জে ব্র্যাক প্যানেল আইনজীবীদের নিয়ে ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত


আজ ব্র্যাক মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচীর কিশোরগঞ্জ জেলার সকল প্যানেল
আইনজীবী ও সকল ষ্টাফদের নিয়ে করোনা ভাইরাস পরিস্থিতির কারণে গুগল মিটে এক ত্রৈমাসিক
সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভা সঞ্চালনা করেন ব্র্যাক মানবাধিকার ও আইন সহায়তা
কর্মসূচীর কিশোরগঞ্জ জেলার জেলা ব্যবস্থাপক হাফিজা খানম। সভায় অংশ গ্রহণকারীদের মধ্যে
ছিলেন জনাব এডভোকেট এবিএম জাহিদুল হাসান জোনাল ম্যানেজার ব্র্যাক মানবাধিকার ও
আইন সহায়তা কর্মসূচী সিলেট জোন, প্যানেল আইনজীবী কিশোরগঞ্জ জজ আদালতের
এডভোকেট ভূপেন্দ্র নাথ ভৌমিক দোলন, এডভোকেট মায়া ভৌমিক, এডভোকেট আহসানুল
মোজাক্কির, এডভোকেট দ্বীন মোহাম্মদ, এডভোকেট সমীর কুমার রায়, এডভোকেট শঙ্করী রাণী,
এডভোকেট নাছির উদ্দিন, এডভোকেট মুনির হাসান, এডভোকেট মিহির কুমার সাহা
টিংকু, এডভোকেট কানিজ তাহেরা বাজিতপুর চৌকি আদালতের প্যানেল আইনজীবী
এডভোকেট গাজী এনায়েতুর রহমান, এডভোকেট জামাল উদ্দিন ও এডভোকেট কালী কিংকর
বসাক।
এছাড়াও অংশগ্রহণ করেন ব্র্যাক মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচীর ভৈরব ও কুলিয়ারচর
উপজেলার দ্বায়িত্বপ্রাপ্ত সিনিয়র মানবাধিকার ও আইন সহায়তা কর্মকর্তা মোহাম্মদ নাজমুল
ইসলাম, সদর ও তারাইল উপজেলার দ্বায়িত্বপ্রাপ্ত সিনিয়র মানবাধিকার ও আইন সহায়তা
কর্মকর্তা মোহাম্মদ শরাফত আলী, কটিয়াদী ও হোসেনপুর উপজেলার দ্বায়িত্বপ্রাপ্ত সিনিয়র
মানবাধিকার ও আইন সহায়তা কর্মকর্তা মোহাম্মদ আতাউর রহমান, নিকলী ও করিমগঞ্জ
উপজেলার দ্বায়িত্বপ্রাপ্ত মানবাধিকার ও আইন সহায়তা কর্মকর্তা মোহাম্মদ মানিক মিয়া,
পাকুন্দিয়া উপজেলার দ্বায়িত্বপ্রাপ্ত মানবাধিকার ও আইন সহায়তা কর্মকর্তা সায়মা আক্তার ও
বাজিতপুর উপজেলার দ্বায়িত্বপ্রাপ্ত মানবাধিকার ও আইন সহায়তা কর্মকর্তা ফৌজিয়া
পারভীন।
আলোচনা সভায় করোনা পরিস্থিতিতে সকলের করণীয়, করোনাকালে ব্র্যাক মানবাধিকার ও আইন
সহায়তা কর্মসূচীর ভূমিকা, করোনাকালে দরিদ্র ও অসহাদের কিভাবে আইনি সহায়তা দেওয়া
যায় এবং র্ভাচুয়াল কোর্টে প্যানেল আইজীবীদের নিবন্ধন করা নিয়ে আলোচনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *