মো:আশরাফ আলী বাবু,চীফ রিপোর্টার: কিশোরগঞ্জের ভৈরবে বাড়ি থেকে ডেকে নিয়ে সেলিম (৪০) নামের কাঠুরিয়াকে গলা কেটে হত্যা করেছে র্দুবৃত্তরা । তাৎক্ষণিক খবর পেয়ে থানা পুলিশ শনিবার (১৩ অক্টোবর) দুপুরে তার গলাকাটা লাশ পার্শ্ববর্তী তেয়ারীরচর গ্রামের একটি বিল থেকে উদ্ধার করে ভৈরব থানায় নিয়ে আসে । লাশটি দুপুরে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জের মর্গে পাঠানো হয়েছে। নিহত সেলিম মিয়া পেশায় একজন কাঠুয়ারিয়া । সে উপজেলার শিমুলকান্দি গ্রামের কান্দাপাড়া এলাকার মো. ধন মিয়ার ছেলে। নিহতের স্ত্রী শিল্পি বেগম জানান, শনিবার ভোর ৫টার দিকে কে বা কারা তার স্বামীকে মোবাইলে ফোন দিলে সে বাসা থেকে বের হয়। বাসা থেকে বের হওয়ার আগে, কি কারণে কোথায় যাবে একথা তার স্ত্রীকে বলে যায়নি। তারপর সোয়া ১১টায় বাসায় খবর আসে পার্শ্ববর্তী তেয়ারীরচর গ্রামের একটি বিলের কাছে তার লাশ পড়ে আছে। পরিবারের সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ সনাক্ত করে পুলিশকে জানায়। ঠিক কি কারণে কারা তাকে হত্যা করল পরিবারের সদস্যরা কিছুই বলতে পারছে না। থানায় একটি মামলা দায়েরের প্রস্ততি নিচ্ছে বলে তিনি জানান । ভৈরব থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বাহালুল খান বাহার জানান, নিহতের স্ত্রী শিল্পী বেগমের দাবি সেলিমকে ভোরে মোবাইলে ফোন করে বাড়ী থেকে ডেকে হত্যা করা হয়। তার হত্যার ঘটনাটি রহস্যজনক মনে হচ্ছে। ভোরে কে বা কারা ডেকে নিয়ে গেছে পরিবারের লোকজন বলতে পারছে না । তিনি বলেন খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে এবং বাসার মোবাইলটি জব্দ করেছে। এখন তদন্ত করার পর অপরাধীদের গ্রেফতার করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।
Related Articles
ভৈরবে কিশোরগঞ্জের বিদায়ী পুলিশ সুপারকে সংবর্ধনা
মোঃ ছাবির উদ্দিন রাজু,: ভৈরবে কিশোরগঞ্জের বিদায়ী পুলিশ সুপার ও সদ্য পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত ডিআইজি মোঃ মাশরুকুর রহমান খালেদ ( বিপিএম /বার) কে সংবর্ধনা দেয়া হয়। আজ ৭ আগষ্ট রোববার দুপুরে ভৈরব থানা প্রাঙ্গণে থানার গোলঘরে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভৈরব থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোঃ গোলাম মোস্তফা (পিপিএম)। অনুষ্ঠানে বিশেষ অতিথি […]
ক্রসফায়ার ও মৃত্যুর মহড়ার মধ্যে ভোট সাজাচ্ছে সরকার
এদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে : আলোচনায় বক্তারা সমাধান প্রতিবেদন : দেশে এখন একটা নির্মমতার চাষ হচ্ছে, ভয়ের সংস্কৃতি চালু করার চেষ্টা করা হচ্ছে। কেউ কেউ বলেছেন, এখন মাদক নিয়ে অভিযান হচ্ছে, এর পর অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটবে। আরো কিছু ঘটনা চলতেই থাকবে। এ রকম অভিযান ও ক্রসফায়ার-মৃত্যুর মহড়া চলবে। এর মধ্যে নাকি ভোট […]
ভৈরবে ট্রেনের নিচে কাটা পড়ে নিহত-১
মো:শাহনূর,ভৈরব প্রতিনিধি ॥ ভৈরবে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যুর সংবাদ পেয়ে রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে। ভৈরব রেলওয়ে থানার উপ-পরিদর্শক সুরুজ্জামান জানান, ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহতের সংবাদে আজ সকালে ভৈরব মনমরা ব্রীজ এলাকাতে আল আমিন মিয়ার (৩২)মরদেহ উদ্ধার করা হয়। আল আমিন শহরের জগন্নাথপুর গ্রামের মৃত শিশু মিয়ার ছেলে। ধারণা করা হচ্ছে […]