জাতীয়

এবার আগুনে পুড়ে সর্বস্বান্ত মালিবাগ কাঁচাবাজার

নিজস্ব প্রতিবেদক: এবার আগুনে পুড়ল রাজধানীর মালিবাগ কাঁচাবাজার। আগুনে পুড়ে গেছে  প্রায় ২৫০টি দোকান ও মালামাল।

বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

কাঁচাবাজারে গিয়ে দেখা যায়, আগুনে মাছ, সবজি, ডিমের দোকান পুড়ে ছাই হয়ে গেছে। প্রায় ৩০টির মতো ছাগল ও ২টি গরু পুড়ে গেছে। মাছ ও মুরগির দোকানের ওপরেই ছিল একটি মেস। এক  দারোয়ানের কারণে মেসের সবেই নিরাপদে সরে যেতে পেরেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

আগুন লাগার খবর পেয়ে বাজারের সামনে জড়ো হন ক্ষতিগ্রস্ত দোকানদাররা। হঠাৎ আগুনে জীবিকা নির্বাহের সর্বস্ব হারিয়ে দিশেহারা তারা। কান্নাকাটি করছেন অনেকে।

ব্যবসায়ী সাইফুল বলেন, ‘ আগুনে আমার দুটি গরু ও বেশ কিছু ছাগল পুড়ে গেছে। আমি পথে বসে গেছি ভাই।’ব্যবসায়ীরা জানান, আগুনে দোকানের মজুদকৃত আলু, চালসহ সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

মালিবাগ বাজার বণিক সমবায় সমিতির কার্যকরী কমিটির সদস্য মো. নুরুল হক নুরু বলেন, ‘ বাজারের ২৬০টি দোকানের কোনোটির ভালো নেই। আগুনে দোকান, মালামালের সঙ্গে নগদ টাকাও পুড়েছে। প্রায় ৫ কোটি টাকার মতো ক্ষতি হয়েছে।’

ফায়ার সার্ভিসের উপ-পরিচালক দিলীপ কুমার ঘোষ বলেন, ‘২০-২৫ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। এ বিষেয়ে তদন্ত কমিটি গঠন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *