জাতীয়

সাংবাদিকতা উঁচু মাপের সম্মানজনক পেশা: বিএমএসএফ

মোঃ ছাবির উদ্দিন রাজু বিশেষ প্রতিনিধি।

ভৈরব,কিশোরগঞ্জ, শুক্রবার,৩ জুন,২০২২:
সমাজের অন্যসব পেশার চেয়ে সাংবাদিকতা উঁচু মাপের, সম্মানজনক এবং সামাজিক দায়বদ্ধতামূলক পেশা। অন্যায়-অপরাধের কাছে সাংবাদিকদের মাথা নত করা যাবেনা। সাংবাদিকতা পেশাটিকে সমুন্নত রাখতে সকল লোভ-লালসা,ভয়ের উর্ধে থেকে আন্তরিকতার সাথে কাজ করা উচিৎ। গুজব সাংবাদিকতা পরিহার করতে হবে। কোন স্বার্থের কাছে পেশাকে জলাঞ্জলী দেয়া যাবেনা। সময় এসেছে পেশার মর্যাদা রক্ষায় সকলকে কাজ করার আহবান করেছেন বিএমএসএফের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। তিনি শুক্রবার বিকেল ৫টায় কিশোরগঞ্জের ভৈরবে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম -বিএমএসএফ আয়োজিত সাংবাদিকতায় সাধারণ জ্ঞাণ প্রশিক্ষণ বিষয়ক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেছেন।

বিএমএসএফ ভৈরব শাখার প্রতিষ্ঠাতা-সভাপতি ছাবির উদ্দিন রাজু মানবাধিকার ও অনুসন্ধানমূলক সাংবাদিকতায় দুই যুগপূর্তি উপলক্ষে সংবর্ধণা, কেক কাটা ও সংবাদ তৈরির ওপর প্রশিক্ষণের আয়োজন করা হয়।

বিএমএসএফ ভৈরব শাখার সহ-সভাপতি অধ্যাপক মোতাহার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের স্থানীয় উপদেষ্টা ও নিরাপদ সড়ক চাই’র ভৈরবের সাধারণ সম্পাদক মো: আলাল উদ্দিন ও একাত্তর টেলিভিশনের ভৈরব প্রতিনিধি ফজলুল হক বাবু।

অন্যান্যের মধ্যে সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান ওয়াসিম, সহ-সভাপতি জামাল উদ্দিন, বিএমএসএফের সাবেক সহ-সভাপতি কাজী আবুল খায়ের, সহ-সভাপতি শামিম আহমেদ, সাংগঠনিক সম্পাদক সামসুল হক মামুন, সাংবাদিক জহির আহমেদ,অনুষ্ঠানের শেষ পর্যায় যোগদেন,ঢাকা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও সমাধান টিভির চেয়ারম্যান আঃ লতিফ আরপিসি,বিএমএসএফ ভৈরব শাখার সহসভাপতি মোঃ ফয়জুল কবীর, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল আলম,সাংবাদিক দোলনা আক্তার সাধনা,যুব ও ক্রিয়া সম্পাদক শেখ শাহিন প্রমূখ বক্তব্য রাখেন। নেতৃবৃন্দ বিএমএসএফ ঘোষিত ১৪ দফা দাবি বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *