মোঃ লুৎফর রহমান (খাজা শাহ্): পুলিশী তৎপরতায় ঢাকা নদীবন্দর সদর ঘাটের ভিআইপি গেইটের পাশ থেকে গত ০১ সেপ্টেম্বর অজ্ঞাতনামা ৪০ বছর বয়সী পুরুষের উদ্ধার করা লাশের পরিচয় পাওয়া গেছে। উল্লেখিত মৃত ব্যক্তির নাম নূরুজ্জামাল (৪০), পিতা-আঃ জব্বার, গ্রাম-উত্তর ইসলামপুর, থানা ও জেলা-মুন্সীগঞ্জ, বিবরণে জানায় যায়, নূরুজ্জমাল রিক্সা ভ্যান চালাইতে গিয়ে ৭/৮ মাস পূর্বে ভ্যান থেকে পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছিল। তারপর থেকে উক্ত নূরুজ্জামাল কারো সাথে কোন কথা বলতো না। ঘটনার ৬/৭ দিন পূর্বে নূরুজ্জামাল বাড়ীর কাউকে কিছু না বলে মুন্সীগঞ্জ থেকে ঢাকায় এসে সদরঘাটে ভাসমান ভাবে বসবাস করছিল। পুলিশ সূত্রে জানা যায় সদরঘাট ভিআইপি গেটের পাশে লাশটি দেখে আশপাশের লোকজন সদরঘাট আনসার ক্যাম্প ও পুলিশ ফাঁড়িতে খবর দেয়। খবর পেয়ে ডি.এম.পি কোতয়ালী থানাধীন সদরঘাট পুলিশ ফাঁড়ির এ.এস.আই মোঃ ইকবাল হোসেন এবং আনসার ক্যাম্পের পিসি মোঃ আঃ রউফ লাশটি উদ্ধার করে। অতঃপর ডি.এম.পি কোতয়ালী থানাধীন সদরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস.আই রুবেল মল্লিক লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে অজ্ঞাতনামা লাশের পরিচয় সনাক্ত করনের জন্য ফিংগারপ্রিন্ট সংগ্রহ করে ময়না তদন্তের জন্য লাশটি মিটফোর্ড স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। ফিংগারপ্রিন্ট থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী উল্লেখিত অজ্ঞাতনামা লাশের পরিচয় পাওয়া যায়। এ ব্যাপারে ডি.এম.পি কোতয়ালী থানায় অপমৃত্যু মামলা নং- ২৫, তাং-০১/৯/২০২১ ইং দায়ের করার পর দিন ০২/০৯/২০২১ ইং খবর পেয়ে উক্ত মৃত ব্যক্তির পুত্র
রাহাত (১৮) ও তার এক আত্মীয় এসে লাশটি রাহাতের বাবার বলিয়া শনাক্ত করে। অতঃপর যথাযথ কর্তৃপক্ষের বরাবরে আবেদন করে রাহাত তাহার বাবার লাশ সৎকারের জন্য নিয়ে যায় বলে সংশ্লিষ্ট কর্মকর্তা এ প্রতিবেদক দৈনিক সোনালী বার্তার সহকারী সম্পাদক, সমাধান টিভি ডট কম এর ব্যবস্থাপনা পরিচালক, সততা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় একাধিক স্বর্ণপদক পুরস্কারপ্রাপ্ত লেখক, কলামিষ্ট ও কবি মোঃ লুৎফর রহমান (খাজা শাহ্) কে এক সাক্ষাতে জানান।