জাতীয়

ভৈরবে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

জয়নাল আবেদীন রিটন, বিশেষ প্রতিনিধি:

ভৈরবে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন হয়েছে। আজ শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: বুলবুল আহমেদ এবং পৌর মাতৃসদনে পৌর মেয়র, বীরমুক্তিযোদ্ধা এড.ফখরুল আলম আক্কাছ এই কর্মসূচীর উদ্বোধন করেন।

এই কর্মসূচীর আওতায় এবার পৌরসভাসহ উপজেলার ৭টি ইউনিয়নে ২৪৩টি কেন্দ্রের মাধ্যমে ৬ থেকে ১১ মাস বয়সী ৫ হাজার ৯শ ১১জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৪৬ হাজার ৩শ ৪৬ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন উপ-স্বাস্থ্য কেন্দ্র, কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী, স্বাস্থ্যকর্মী এবং পৌর মাতৃসদনের কর্মকর্তা-কর্মচারী, স্বাস্থ্যকর্মী, শিক্ষক-শিক্ষার্থী, রোভারস্কাউটদের নিয়ে গঠিত দুই শতাধিক কর্মীবাহিনী এই কর্মসূচী বাস্তবায়নে অংশ নিয়েছেন।

আজ সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই কর্মসূচী চলমান থাকলেও আজ থেকে পরবর্তী ৪দিন বাড়ি বাড়ি গিয়ে পর্যবেক্ষণ চালাবেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *