দেশজুড়ে

মুরাদনগরে ক্যানসার আক্রান্ত রোগীর পাশে হাসির ফেরিওয়ালা

মোঃ নজরুল ইসলাম, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগরে লিভার ক্যান্সারে আক্রান্ত মূমুর্ষ এক রোগীর পরিবারের পাশে
দাড়িয়েছে সেচ্ছাসেবী সংগঠন ‘হাসির ফেরিওয়ালা’। রবিবার সন্ধ্যায় উপজেলার
দড়িকান্দি গ্রামের ক্যান্সারে আক্রান্ত রোগীর স্ত্রীর হাতে নগদ অর্থ ও তার
কর্মসংস্থানের জন্য একটি সেলাই মেশিন প্রদান করেন সংগঠনের সদস্যরা। লিভার
ক্যান্সারে আক্রান্ত রোগী নিজাম মিয়া(৩৩) উপজেলার জাহাপুর ইউনিয়নের
দড়িকান্দি গ্রামের মৃত কাশেম মিয়ার ছেলে।

জানা যায়, মুরাদনগর উপজেলার জাহাপুর ইউনিয়নের দড়িকান্দি গ্রামের মৃত
কাশেম মিয়ার ছেলে নিজাম লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে মুমূর্ষ অবস্থায় আছে
এবং পরিবারে উপার্জন করার মত কেউ না থাকায় তার মা, স্ত্রী ও দুই সন্তান নিয়ে
মানবেতর জীবনযাপন করছে এমন তথ্য পেয়ে সেচ্ছাবেী সংগঠন ‘হাসির
ফেরিওয়ালা’ এর সদস্যরা অর্থ সংগ্রহ করে নিজামের স্ত্রীর কর্মসংস্থানের জন্য
৬হাজার পাঁচশত টাকায় একটি সেলাই মেশিন এবং চিকিৎসার জন্য নগদ
৭হাজার টাকা অসুস্থের স্ত্রীর হাতে তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের
সদস্য সানাউল্লাহ সোহাগ, মাহফুজুর রহমান রুবেল, আরিফ গাজী, শরীফ
আহাম্মেদ, জামাল উদ্দিন, আল আমিন ভূইয়া।

‘হাসির ফেরিওয়ালা’ সংগঠনের সমন্নয়ক সাংবাদিক নাজিম উদ্দিন বলেন এই
ক্যান্সার আক্রান্ত মিয়ার ও তার পরিবারের বিষয়টি জানতে পেরে আমরা অল্প সময়ের মধ্যে চেষ্টা করেছি পরিবারটির পাশে দাড়ানোর জন্য। তাদের উপার্জন করার মত কেউ না
থাকায় সেখানে একটি কর্মসংস্থান সৃষ্টি করার জন্য আমরা একটি সেলাই
মেশিন প্রদান করি এবং চিকিৎসার জন্য নগদ ৭হাজার টাকা তাদের হাতে তুলে
দেই। সমাজের বিত্তবানরা যদি এই পরিবারটির পাশে দাড়ায় তাহলে অসুস্থ নিজাম
মিয়ার চিকিৎসাটা চালানো সম্ভব হবে।

আমাদের সংগঠন হাসির ফেরিওয়ালা পরিবার সব সময় চেষ্টা করে সমাজের দরিদ্র ও
অসহায় মানুষের পাশে দাড়াতে। আমরা পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে উপজেলার বিভিন্ন গ্রামের ১৬০টি পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করি। এছাড়াও
বিনামূল্যে অক্সিজেন সেবা, দরিদ্রদের বিয়েতে আর্থিক সহায়তা প্রদান,
চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান, কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সেলাই
মেশিন প্রদানসহ বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *