নিজস্ব প্রতিনিধি: মাওলানা হাবিবুর রহমান রেজভী (৪০) রেজভীয়া দরবার শরিফের খলিফা। গত ০৭/০৪/২০১৯ ইং তারিখে কটিয়াদি থানায় একটি মামলা হয়, মামলা নং ০২/১০৯ মামলার বাদী মুফতি ইসমাইল হোসেন (৩৫) মুফতি ইসমাইল হোসেনেরর অভিযোগ, মাওলানা হাবিবুর রহমান রেজভী ধর্মীয় অনুভুতিতে আঘাত আনেন, মারপিট এবং ৭.৩০০ টাকা চুরি করেন, যার পেক্ষিতে মামলার ধারা ২৯৮/৩২৩/৩৭৯, এ ব্যাপারে স্থানীয়দের সাথে কথা বলে জানাযায়, হাবিবুর রহমান রেজভী একজন প্রকৃত নবী মোহাম্মদ (সাঃ) প্রেমিক এবং একজন আলেম তিনি নবীজিকে নিয়ে কুটউক্তি করার প্রশ্নই আসেনা, আর চুরি এ ব্যাপারে সবাই বুজে মিথ্যা ও বানোয়াট মামলা দিয়ে হুজুরকে হেয়প্রতিপন্ন করছে। এদিকে রেজভীয়া সুন্নি সংগঠন বিভিন্ন ভিডিও বার্তায় হাবিবুর রহমান রেজভীর নিঃশর্ত মুক্তি চাইছেন। বিশ্ব ইনসানিয়াত বিপ্লব সভাপতি, ইমাম হায়াৎ একটি সোস্যাল মিডিয়াতে একটি কমেন্স হাবিবুর রহমান রেজভীর বিরুদ্ধে ষড়যন্ত্রের নিন্দা জানিয়েছেন। রেজভীয়া দরবারের পক্ষ থেকে মাওলানা নজরুল ইসলাম রেজভী একটি ভিডিও বার্তায় বলেন, হাবিবুর রহমান রেজভীর বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূন মিথ্যা ও বানোয়াট দায়ের করা মামলা থেকে মুক্তি না দিলে রেজভীয়া ঐক্য পরিষদ কঠোর আন্দোলনে যাবে বলে জানান। তাছাড়া দেশের বিভিন্ন জায়গায় মিথ্যা মামলার বিরুদ্ধে মানববন্ধন ও জটিকা মিছিল করা হয়, উল্লেখ্য একটি ওয়াজের ভিডিও থেকে, এডিট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে মাওলানা হাবিবুর রহমান রেজভীর বিরুদ্ধে ধর্মপ্রান মুসলমানদের ভুল বোজানো হচ্ছিল, তারই প্রতিবাদে হাবিবুর রহমান রেজভী আরেকটি ভিডিও বার্তা প্রদান করেন। এবং উনার নিজ বাড়িতে যাবার সময় ব্যাক্তিগত শক্রুতার জেরে তাকে বিভিন্ন প্রশ্ন এবং স্থানীয় জনতাকে ভুল বুজিয়ে হাবিবুর রহমান রেজভীর উপর চওড়াও হয়। পরে হাবিবুর রহমান রেজভী পুলিশের সহায়তায় সেখান থেকে বেড়িয়ে এলে তার বিরুদ্ধে এ মামলা করা হয়।
Related Articles
ভৈরবে ২৬ ঘন্টা পরও খোঁজ মেলেনি শিশুর লাশ
জয়নাল আবেদীন রিটন, বিশেষ প্রতিনিধি: ভৈরবে পানিতে ডুবে মোস্তাকিন নামে (৪) বছরের শিশুর মৃত্যুর ২৬ ঘন্টা পরও খোঁজ মেলেনি লাশের সন্ধান। শিশুটির বাড়িতে চলছে শোকের মাতম। খোঁজাখুজি চলছে হাওরের বিভিন্ন স্থানে । খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌচেছেন। এ ঘটনা ঘটে মঙ্গলবার দুপুর বেলা সাড়ে বারটার সময় আগানগর ইউনিয়নের লুইন্ধা খলাপাড়া পশ্চিমমাথা এলাকায়। মোস্তাকিনের […]
তারেককে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেবে যুক্তরাজ্যের আদালত
ঢাকা, ০৮ জুলাই- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বাংলাদেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেবে যুক্তরাজ্যের আদালত। এক্ষেত্রে যুক্তরাজ্য সরকারের কোনো ভূমিকা নেই বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার রবার্ট চ্যাটারসন ডিকসন। সোমবার (৮ জুলাই) রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিস) মিলনায়তনে এক অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি একথা বলেন। কূটনৈতিক সাংবাদিকদের সংগঠন ডিপ্লোম্যাটিক […]
কিশোরগঞ্জে ২ ডাক্তারসহ ১৪ জন পজিটিভ রোগীর রিপোর্ট নেগেটিভ
কিশোরগঞ্জের 2জন ডাক্তারসহ ১৪ জন পজিটিভ রোগী এবার নেগেটিভ হলেন। ডেপুটি সিভিল সার্জনnডা. মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, কিশোরগঞ্জের বিভিন্ন উপজেলা থেকে মোট ২২৮টি নমুনা পাঠানো হয়েছিল রাজধানীর মহাখালীর আইপিএইচ (জনস্বাস্থ্য ইনস্টিটিউট) ল্যাবে। এর মধ্যে রোববার রাতে ১১৩ জনের পরীক্ষার রিপোর্ট এসেছে। এতে ১১২ জনের নেগেটিভ আর সদর উপজেলার এক মহিলার পজিটিভ রিপোর্ট এসেছে। নেগেটিভ ১১২ জনের […]