মো: আশরাফ আলী বাবু,চীফ রিপোর্টার : কিশোরগঞ্জের ভৈরবে ১০টাকা কেজির ৯৬ বস্তা চাল গায়েব ও ১৬০ বস্তা চাল অবৈধভাবে মজুদ করার অভিযোগে ডিলারসহ ২ ব্যক্তিকে আটক করে র্যাব সদস্যরা। গোপন সংবাদ পেয়ে বুধবার দিবাগত রাতে র্যাব-১৪, ভৈরব ক্যাম্পের অধিনায়ক এডিশনাল এসপি রফিউদ্দিন মোহাম্মদ যোবায়েরের নেতৃত্বে শুম্ভুপুর রেলগেইট এলাকা থেকে শিবপুর ইউনিয়নের খাদ্যবান্ধব ডিলার মিজানুর রহমানের সহযোগী কামরুল ইসলামের একটি গোডাউনে অসৎ উদ্দেশ্যে বিক্রয়ের জন্য মজুতকৃত ১৬০ বস্তা চাল উদ্ধারসহ শিবপুর ইউনিয়নের ডিলার মিজানুর রহামান (৪৭) ও সহযোগী কামরুল ইসলামকে (৬০) আটক করে র্যাব। আটককৃত মিজানের বাড়ি ছনছাড়া গ্রামে এবং সহযোগী কামরুলের বাড়ি শহরের লক্ষীপুর গ্রামে। ওই অভিযানে র্যাবের পক্ষ থেকে ভৈরব উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কাজী ফয়সালের সহযোগিতা চাওয়া হলে রহস্যজনক কারণে র্যাবের ওই অভিযানে ইউএনও সাড়া না দেয়ায় নানা প্রশ্ন উঠে। খোঁজ নিয়ে জানাযায়, গরীবদের মাঝে ১০টাকা কেজি দরে বিক্রয়ের জন্য প্রতি ইউনিয়নে ২জন করে খাদ্যবান্ধব ডিলার নিয়োগ দেয়া হয়। উপজেলার শিবপুর ইউনিয়নে ২ জনের মধ্যে মিজানুর রহমান নামে একজন ডিলার রয়েছে। চলতি মাসের ৯ তারিখ ৩৭৬ বস্তা চাল ভৈরব খাদ্য গোডাউন থেকে উত্তোলন করার জন্য ওই ডিলারকে অনুমতি পত্র দেয় ভৈরব উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ অফিসার মো: শরীফ মোল্লা। রহস্যজনক কারণে বরাদ্দকৃত ৩৭৬ বস্তা চালের মধ্যে ডিলার মিজানুর রহমান ১২০ বস্তা চাল উত্তোলন করে ছনছাড়ায় একটি গোডাউনে বিতরণের জন্য রাখেন এবং ওই ডিলারের সহযোগি কামরুল ইসলামের নামে খাদ্য গোডাউন থেকে ১৬০ বস্তা চাল উত্তোলন করে কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে গোপনে অন্য একটি গোডাউনে মজুদ রাখে। এরমধ্যে বাকী ৯৬ বস্তা চালের কোন হদিস পাওয়া যায়নি। ভৈরব খাদ্য নিয়স্ত্রণ অফিস ও খাদ্য গোডাউনের কর্মকর্তা কর্মচারীদের সহযোগিতায় দীর্ঘদিন ধরে একটি শক্তিশালী সিন্ডিকেট কালোবাজারে চাল, ধান বিক্রি করার অভিযোগ উঠে। র্যাবের হাতে আটক শিবপুর ইউনিয়নের অভিযুক্ত ডিলার মিজানুর রহমান বলেন, কামরুল ইসলাম সাব ডিলার হিসেবে কাজ করছে। বরাদ্দকৃত ৩৭৬ বস্তা চালের মধ্যে তার গোডাউনে ১২০ বস্তা ও কামরুলের অপর একটি গোডাউনে ১৬০ বস্তা চাল রাখা হয়। তবে ৭৬ বস্তা চাল কোথায় আছে জবাব দিতে পারেননি তিনি। আটককৃত অপর অভিযুক্ত কামরুল ইসলাম বলেন, সে কোন ডিলার না। মিজান তার বন্ধু হওয়ায় তার গোডাউনে চাল মজুদ রাখা হয়। তিনি জানান শিবপুর ইউপি চেয়ারম্যান মো: শফিকুল ইসলাম ইউএনও স্যারের সাথে কথা বলেই চাল গুলো এ গোডাউনে রাখতে বলেন। ইউএনও সাহেবের লিখিত অনুমতি নিয়েছে কিনা জানতে চাইলে মৌখিক অনুমতি দিয়েছেন বলে জানান।
Related Articles
ভৈরবে সমাজ কল্যান যুব সংগঠন এর উদ্যোগে হত দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
এম আর ওয়াসিম: ভৈরবের কালিকাপ্রসাদ ইউনিয়নের চকবাজারে আজ বিকাল ৪ ঘটিকায় প্রতিবারের ন্যায় ঈদুল আযহা উপলক্ষে হত দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। কালিকাপ্রসাদ”সমাজ কল্যান যুব সংগঠন” এর উদ্যোগে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন,ভৈরব উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু। এসময় বিশিষ্ঠ্য চিকিৎসক ভৈরব ডক্টরস্ ক্লাবের সভাপতি ডাঃ […]
নরসিংদী কুড়ের পাড় আন্ধা পুকুরে পানিতে ডুবে ৮ বৎসরের শিশুর মৃত্যু
স্টাপ রিপোটার: রাজু মিয়া নরসিংদী শিবপুর উপজেলার কুড়ের পাড় তোফাজ্জল মৌলভীর নব নির্মিত পত্রিত বিল্ডিং এর নিকটস্থ আন্ধা পুকুরের আ: মান্নান এর ৮ বৎসরের ছেলে মারুফ মিয়া অন্যান্য লোকজনের সাথে বিগত ২১শে জুন সকাল ১১টায় আন্ধা পুকুরে গোসল করতে গেলে হঠাৎ লোকজনের মধ্য থেকে ছেলেটি হারিয়ে যায়। সাথে সাথে পুকুরের পানিতে খোজাখুজি করিয়া পুকুরের মাঝখান […]
ভৈরবে পরিবহন শ্রমিকদের মাঝে পুলিশের লিফলেট বিতরণ
জয়নাল আবেদীন রিটন, ভৈরব প্রতিনিধি ॥ কিশোরগঞ্জের ভৈরবে ঢাকা-সিলেট মহাসড়কের দুর্জয় মোড় এলাকায় সড়ক আইন মেনে চলি নিরাপদে বাড়ী ফিরি এ লক্ষে আজ দুপুর একটা থেকে পরিবহন শ্রমিকদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষে বিভিন্ন যানবাহনে লিফলেট বিতরন করেন ভৈরব থানা পুলিশ । এ সময় ভৈরব সার্কেলের সহকারী পুলিশ সুপার রেজোয়ান দিপু ভৈরবখানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন, […]