মাদক অভিযান

ভৈরবে নকল বিড়ি ফ্যাক্টরীতে র‍্যাব এর অভিযান

মেঃ ছাবির উদ্দিন রাজু, ভ্রাম্যমান প্রতিনিধিঃ

কিশোরগঞ্জর ভৈরবে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ ভাবে বিড়ি উৎপাদন করায় অবৈধ ২ টি নকল বিড়ি ফ্যাক্টরীতে অভিযান চালায় র‌্যাব -১৪ ভৈরব ক্যাম্প সদস্যরা। ফ্যাক্টরী ২টি হল শিবপুর কান্দাপাড়া গ্রামের পঁচা বিড়ি ফ্যাক্টিরি ও কনিকা বিড়ি ফ্যাক্টরী। অভিযানে মোঃ আব্দুল বারিক (৬৫), মোঃ আলাল মিয়া (২৭), মোঃ কামাল মিয়া (৩৪) ও মোঃ ইকবাল মিয়া নামে ৪ জনকে আটক করা হয়। বৃহস্পতিবার বিকেলে ২টি বিড়ি ফ্যাক্টরীতে পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

লিখিত বক্ত্যব্যে র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের সঙ্গিয় ফোর্সসহ শিবপুর কান্দাপাড়া এলাকায় পচা বিড়ি ফ্যাক্টরী ও কনিকা বিড়ি ফ্যাক্টরীতে অভিযান চালায়। এ সময় ৫,৮৫,০০০ হাজার অবৈধ নকল বিড়ি ও ১৩,০০০ হাজার নকল শুল্ক-কর পরিশোধিত স্ট্যাম্প‘সহ উল্লেখিত ৪ ব্যবসায়ীকে আটক করা হয়। তারা দীর্ঘদিন যাবৎ কিশোরগঞ্জ জেলার ভৈরব এলাকায় অবৈধ ভাবে বিড়ি উৎপাদন করে কিশোরগঞ্জ জেলা সহ দেশের বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছিল। উদ্ধারকৃত অবৈধ বিড়ি এবং গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ ভাবে বিড়ি উৎপাদনের জন্য আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *