জয়নাল আবেদীন রিটন, বিশেষ প্রতিনিধি :
কিশোরগঞ্জের ভৈরবে ৮৯৬ বোতল ফেনসিডিলসহ প্রাইভেটকার জব্দ এবং মাদক পাচারকারি রুহুল আমিন (৪০) নামে গাড়ির চালককে আটক করেছে র্যাব-১৪, ভৈরব ক্যাম্প সদস্যগণ। রুহুল আমিন ঢাকার খিলগাঁও এলাকার ৮ নং রোডের ১৩১নং বাসার বাসিন্দা। তার পিতার নাম আব্দুর রশিদ মিয়া। আজ সকাল প্রায় সাড়ে আটটার সময় তাকে শহরের দুর্জয় মোড় থেকে আটক করা হয়।
র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফি উদ্দিন মোহাম্মদ যোবায়েরের নেতৃত্তে একটি আভিযানিক দল ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব দুর্জয় মোড় থেকে তাকে আটক করা হয়। পরে গাড়িটি তল্লাশী করে তার মধ্য থেকে তিনটি বস্তায় রক্ষিত অবস্থায় ৮৯৬ বোতল ফেনসিডিল উদ্ধার করে। মাদক পাচারের অভিযোগে ( ঢাকা মেট্রো-গ-১৯-৬৪৮১) গাড়িটিও জব্দ করা হয়েছে। জব্দকৃত গাড়ি ও ফেনসিডিলের আনুমানিক মুল্য ২৯ লক্ষ ৯২ হাজার টাকা। সে ইতিপূর্বে আরো একাধিকবার মোটা অংকের টাকার বিনিময়ে মাদক পাচার করেছে। আজও এই গাড়িতে করে ৩০ হাজার টাকার বিনিময়ে ফেনসিডিলগুলো মাধবপুর এলাকা থেকৈ ঢাকায় নিয়ে যাচ্ছিল। এ ঘটনায় আটককৃত রহুল আমিনের বিরুদ্ধে ভৈরব থানায় মামলা দায়ের করা হয়েছে।