জয়নাল আবেদীন রিটন, বিশেষ প্রতিনিধি :
ভৈরবে ইতালি ফেরত ব্যক্তির মৃত্যুর পর স্ত্রী তার সন্তানকে হোম কোয়ারেইন্টাইনে রাখা হয়েছে। ইতালি ফেরত আব্দুল খালেক (৬০) এর মরদেহ ও তার পরিবারে প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করেছেন ঢাকা থেকে আসা একটি প্রতিনিধিদল। তারা আজ দুপুরে ভৈরবের জগন্নাথপুর মধ্যপাড়া এলাকার মৃতের বাড়ি এসে নমুনা সংগ্রহ করে ফিরে যান।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রী খীসা, উপজেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সদস্য সচিব ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: বুলবুল আহমেদ, ভৈরব থানার ওসি (তদন্ত) মো: বাহালুল খান বাহার উপস্থিত ছিলেন।
এ প্রসঙ্গে ডা: বুলবুল জানান, আইইসিডিআর প্রতিনিধিরা মৃত আব্দুল খালেকসহ তার স্ত্রী এবং দুই ছেলে সন্তানের প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করে ঢাকায় চলে গেছেন। আমরা তার স্ত্রী এবং দুই ছেলেকে হোম কোয়ারেন্টাইন করেছি। নমুনা সংগ্রহের প্রতিবেদন পাওয়ার পর তাদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিমাদ্রী খীসা জানান, নমুনা সংগ্রহের পর আমরা আইইডিসিআরের নির্দেশনা অনুযায়ী মৃতের দেহ প্যাকেটিং করে সীলগালা করি। করে শহরের পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়।