মোশারফ হোসেন শ্যামল, বিশেষ প্রতিনিধি:
মাদক,ছিনতাই,ইভটিজিংয়ের বিরুদ্ধে প্রতিরোধসভা অনুষ্ঠিত হয়েছে । ভৈরবে শহরের চন্ডিবের গ্রামবাসির আয়োজনে হাজী আসমত ঈদগাহমাঠে কিশোরগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মির্জা সোলায়মানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভৈরব থানার ওসি মোহাম্মদ শাহিন, স্থানীয় পৌরসভার কাউন্সিলর আওলাদ হোসেন সওদাগর,আরেফিন জালাল রাজিব,প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক মোঃ সুমন মোল্লা,এটিএন বাংলা ও ইত্তেফাক প্রতিনিধি তুহিন মোল্লা, sanadhantv24.com এর চেয়ারম্যান আব্দুল লতিফ, জিটিভি ও দৈনিক ভোরের ডাক ভৈরব প্রতিনিধি এম.এ হালিম, সাবেক কাউন্সিলর মাহিন সিদ্দিকী প্রমূখ । এ সময় বক্তারা বলেন, নৌ-সড়ক, রেলপথে যোগাযোগের ব্যবস্থা থাকায় এবং ভৈরব ট্রানজিট পয়েন্ট হওয়ায় সিমান্ত এলাকার অধিকাংশ মাদক ভৈরবের উপর দিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে পাচার হয় । এর কিছু অংশ ভৈরবের বিভিন্ন পাড়া মহল্লা ও গ্রামেও এ মাদক ঢুকে পড়ছে । পরিস্থিতি ভয়ানক আকার ধারন করছে । এ মাদক সেবন করে অনেক কিশোর ও যুবকরা আজ ধব্বংসের পথে । অনেক পরিবারে অশান্তি নেমে এসেছে । মাদকের টাকা না পেয়ে অনেক কিশোর শহরের বিভিন্ন স্পটে ছিনতাইয়ে নেমেছে । তাই মাদক ব্যবসায়ীদের গ্রেফতার ও সামাজিক সচেতনতা বৃদ্ধির ঘোষণা দেন বক্তারা ।
এ সময় ভৈরব থানার ওসি মোঃ শাহিন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা মাদক ও ছিনতাই নির্মূলে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন ।