সোহেলুর রহমান, ভৈরব প্রতিনিধি: ভৈরব রেলওয়ে জংশন ষ্টেশনে ২৮ লাখ ৩৭ হাজার ৫১০ টাকা মূল্যমানের বৈদেশীক মুদ্রা পাচার কালে মনির হোসেন নামে এক ব্যক্তিকে আটক করেছে ভৈরব রেলওয়ে পুলিশ। মনির হোসেন নরসিংদী জেলার রায়পুরা থানাধিন হাসনাবাদ নয়াহাটির জসিম উদ্দিনের ছেলে। গতকাল বুধবার রাত আটটার সময় ষ্টেশনের প্লাটফর্ম থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব রেলওয়ে থানার ওসি আব্দুল মজিদ বিপিএম এর নেতৃত্বে পুলিশ ঢাকাগামী মহানগর ট্রেনের নির্দিষ্ট কামরায় অভিযান চালায়। তথ্যমতে মনির হোসেনকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশী করে ২৮ লক্ষ ৩৭ হাজার ৫১০ টাকা মূল্যমানের বিভিন্ন মানের মুদ্রা জব্দ করে পুলিশ। জব্দকৃত মুদ্রাগুলি আমেরিকা, চায়না, সিংগাপুর, ওমান, মালয়শিয়া, সৌদী আরব, ইংল্যান্ডসহ মোট ১০টি দেশের মুদ্রা। মনির হোসেন মূলত একজন ব্যবসায়ী। কাপড়ের ব্যবসার আড়ালে সে দীর্ঘদিন যাবত এ হুন্ডি ব্যবসা করে আসছিল বলে পুৃলিশের কাছে স্বীকার করেছে। এ ঘটনায় আটককৃতের বিরুদ্ধে ভৈরব রেলওয়ে থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ সকালে আটককৃত মনির হোসেনকে কিশোরগঞ।জ আদালতে প্রেরণ করা হয়েছে।
Related Articles
ভৈরবের রোজ গার্ডেন হোটেলের মুরগির গ্রিল ও নানরুটি খেয়ে নয়জনের শারীরিক অবস্থা গুরুতর!
ভৈরবের রোজ গার্ডেন হোটেলের মুরগির গ্রিল ও নানরুটি খেয়ে নয়জনের শারীরিক অবস্থা গুরুতর এর মধ্যে বিপ্লব নামের একজন শারীরিক অবস্থা আশংকাজনক:১.রুবেল পিতা বস্তু মিয়া,২. মামুনী স্বামী রুবেল মিয়া ৩.তাসিফ, ৪ শান্তা,৫. চৈতি,৬.রাব্বি- পিতা হেলাল মিয়া,৭. বিপ্লব – পিতা: আঙ্গুর মিয়া,৮. মুক্তি – পিতা হেলাল মিয়া ৯.শান্ত মিয়া – পিতা সুজন সর্বসাং পঞ্চবটি ভৈরব,কিশোরগঞ্জ। উল্লেখ যে […]
ভৈরবে তুচ্ছ ঘটনায় হামলা ভাংচুর, আহত ৫
মোঃ ছাবির উদ্দিন রাজু ভ্রাম্যমান প্রতিনিধিঃ কিশোরগঞ্জের ভৈরবে পৌর শহরের লক্ষীপুর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলা ও ঘর বাড়ী ভাংচুর করা হয়েছে। এসময় মোরাদ মিয়া সহ আরো ৪জন আহত হয়েছে। ৩রা অক্টোবর দুপুরে কাউন্সিলর মোশাররফ হোসেন মিন্টুর লোকজন দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে পরাজিত কাউন্সিল প্রার্থী মোশাররফ হোসেনের বাড়ি ঘরে হামলা চালিয়ে অন্তত ১০ ঘরওদোকান […]
পল্টন থানায় একমাসে শতাধিক গ্রেফতার
মোঃ লুৎফর রহমান (খাজা শাহ্): ডি.এম.পি পল্টন মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আবু বকর ছিদ্দিক পি.পি এম (বার) এর নেতৃত্বে এস.আই সুজন কুমার তালুকদার, এস.আই মোঃ আলমগীর কবির, এস.আই মোঃ মঞ্জুরুল হাসান খান, এস.আই মোঃ আরশাদ হোসেন, এস.আই ওবায়েদুর রহমান, এস.আই মোঃ শাহ আলম, এস.আই মোঃ মোশারফ হোসেন, এ.এস.আই মোঃ হায়দার আলী, এ.এস.আই মোঃ মিজানুর […]