,জয়নাল আবেদীন রিটনঃ
কিশোরগঞ্জের ভৈরবের দুর্জয় মোড়ের বঙ্গবন্ধু স্বরণী এলাকায় আজ সোমবার ভোর ৪টায় থেমে থাকা বিসমিল্লাহ পরিবহনের বাসে রহস্য জনক ভাবে আগুন লাগে। এ সময় বাসে ঘুমিয়ে থাকা আবুল হোসেন (৫৫) নামের বাসের ড্রাইভার অগ্নি দগ্ধ হয়ে মারা যায়। খবর পেয়ে ভৈরব ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনা স্থলে পৌছে প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুণ নিয়ন্ত্রনে আনে। এ সময়ে সম্পূর্ণ বাসটি পুড়ে ছাই হয়ে যায়। ফায়ার সার্ভিসের ধারনা কয়েল থেকে বাসে আগুনের সূত্রপাত ঘটে থাকতে পারে। নিহত ড্রাইভার নরসিংদীর পলাশ উপজেলার খালিশারটেক গ্রামের কিতাব আলীর ছেলে। এই নিয়ে এক সপ্তাহের ব্যবধানে দুটি বাসে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও এলাকাবাসী জানায় প্রতিদিনের মত বিসমিল্লাহ পরিবহনের বাস ট্রিপশেষে রাত বারটার দিকে বঙ্গবন্ধু স্বরণী এলাকায় সাইড করে দড়জা লাগিয়ে ঘুমিয়ে পড়ে ড্রইভার আবুল। ভোররাতে বাসের পিছন দিকে আগুন দেখতে পায় এলাকাবাসী। কিছু বুঝে উঠার আগেই আগুন সারা বাসে ছড়িয়ে পড়ে। এ সময় দড়জা বন্ধ থাকায় ড্রাইভার বাস থেকে বেড় হতে পারেনি। খবর পেয়ে ভৈরব বাজার ফায়ার সার্ভিস ও নৌ ফায়ার সার্ভিস ঘটনা স্থলে এসে আগুণ নেভায়। পড়ে বাসে তল্লাশী চালিয়ে ড্রাইভারের অগ্নিদগ্ধলাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।