ভৈরব (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের ভৈরবে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় ১৯০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে জনপ্রতি ৫ কেজি করে আমন ধানের বীজ এবং ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার বিতরণ করা হয়।
বুধবার (২৭ জুলাই) দুপুরে উপজেলা পরিষদের বঙ্গবন্ধু হল রুমে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়।
২০২২- ২৩ অর্থ বছরে আমন/২০২২-২৩(খরিপ-২) সৌসুমে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে পুনর্বাসন কর্মসূচির আওতায়
এসব সার ও বীজ বিতরণ করা হয়।
ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান সবুজর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা
সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. লতিফুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ার বেগম কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. সালাহ উদ্দিন কাউসার আফ্রাদ, প্রকল্প বাস্তবায়ণ কর্মকর্তা সাগর হোসেন সৈকত প্রমুখ।