ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সোহেল রানা মুন্সির বিরুদ্ধে মসজিদের অর্থ আত্মসাতের অভিযোগে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের চিলোকূট গ্রামের মুন্সিবাড়ি শাহী জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মো. ইকবাল বাদী হয়ে মামলাটি দায়ের করেন। বিচারক আফরিন আহমেদ হ্যাপী মামলাটি ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশকে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন। মামলার এজাহার সূত্রে জানা গেছে, চিলোকূট গ্রামের বাসিন্দা ইসমাইল মুন্সি চিলোকূট মুন্সিবাড়ি শাহী জামে মসজিদ কমিটির কোষাধ্যক্ষ ছিলেন। তার বার্ধক্য ও অসুস্থতাজনিত কারণে ২০১৯ সালের জুন মাসে তার ছেলে যুবলীগ নেতা সোহেল রানা মুন্সিকে কোষাধ্যক্ষর দায়িত্ব দেওয়া হয়। এরপর মসজিদ ফান্ডের ৭ লাখ ৯ হাজার টাকা নিজের কাছে নিয়ে নেন সোহেল। এজহারে আরও বলা হয়, মসজিদের পুননির্মাণ কাজ শুরু হলে কমিটির লোকজন সোহেলের কাছে ফান্ডের টাকা দিতে বলেন। কিন্তু টাকা না দিয়ে ঘুরাতে থাকেন তিনি। সর্বশেষ গত মঙ্গলবার (২৬ জানুয়ারি) কমিটির লোকজন টাকা ফেরত দিতে বললে মসজিদের পাওনা অস্বীকার করেন সোহেল। এ নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে সোহেল কমিটির সাধারণ সম্পাদক ইকবালসহ কয়েকজনকে মারধর করেন। মামলার বাদীপক্ষের আইনজীবী গোলাম মহিউদ্দিন স্বপন জানান, বিচারক মামলাটি আমলে নিয়ে সদর মডেল থানা পুলিশকে তদন্ত করে প্রতিবেদন জমা দিতে বলেছেন।
Related Articles
ঢাকা অপহরনের ১৫ দিন পর নবাবগঞ্জ থেকে স্কুল ছাত্রী উদ্ধার
ডিএমপি বংশাল থানাধীন আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রীকে অপহরন করার পর ছাত্রীর বাবা মোঃ মির আলমগীর হোসেন বাদী হয়ে বংশাল থানায় মুহিদুর রহমান (২৭) সহ ৩জনকে অভিযুক্ত করে মামলা নং-১৬, তারিখ: ০৭-০৭-২০২২ইং মামলা দায়ের করে। উক্ত মামলাটি থানার ওসি আবুল খায়ের, থানার এসআই তম্ময় সাহাকে তদন্তভার প্রদান করেন। অতপর উপ- পুলিশ পরিদর্শক তম্ময় […]
ভৈরবে র্যাবের হাতে মাদক সম্রাট রুবেল ৪৭৫ বোতল ফেনসিডিলসহ আটক
জয়নাল আবেদীন রিটন, ভৈরব প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবের মাদক স¤্রাট রুবেল মিয়া নামে মাদক ব্যবসায়ীকে ৪৭৫ বোতল ফেনসিডিলসহ আটক করেছে র্যাব ১৪ ভৈরব ক্যাম্প সদস্যগণ। সে কমলপুর নিউ টাউন এলাকার মৃত মজলু মিয়ার ছেলে। আজ সকাল সাড়ে এগার টার সময় নিউ টাউন এলাকা থেকে তাকে আটক করা হয়। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব র্যাব ক্যাম্পের […]
ভুয়া সি.আই.ডি পুলিশের এসি গ্রেফতার
মোঃ লুৎফর রহমান (খাজা শাহ্)ঃ ডি.এম.পি কোতয়ালী থানাধীন বাবু বাজার ব্রীজের পূর্ব পাশ থেকে লালবাগ ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ কমিশনার শ্রী পিযুষ, সার্জেন্ট মেহেদী, টিএসআই মজিবুর রহমান ও এস.আই মোঃ রুশদ হাসান এক অভিযান চালিয়ে সিআইডির সহকারী পুলিশ কমিশনার (এসি) পরিচয় দিয়ে ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য অপতৎপরতা চালানোর সময় গত ৩১-০১- ২০২৪ইং স›ধ্যা ৭টায় বরিশাল […]