ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সোহেল রানা মুন্সির বিরুদ্ধে মসজিদের অর্থ আত্মসাতের অভিযোগে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের চিলোকূট গ্রামের মুন্সিবাড়ি শাহী জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মো. ইকবাল বাদী হয়ে মামলাটি দায়ের করেন। বিচারক আফরিন আহমেদ হ্যাপী মামলাটি ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশকে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন। মামলার এজাহার সূত্রে জানা গেছে, চিলোকূট গ্রামের বাসিন্দা ইসমাইল মুন্সি চিলোকূট মুন্সিবাড়ি শাহী জামে মসজিদ কমিটির কোষাধ্যক্ষ ছিলেন। তার বার্ধক্য ও অসুস্থতাজনিত কারণে ২০১৯ সালের জুন মাসে তার ছেলে যুবলীগ নেতা সোহেল রানা মুন্সিকে কোষাধ্যক্ষর দায়িত্ব দেওয়া হয়। এরপর মসজিদ ফান্ডের ৭ লাখ ৯ হাজার টাকা নিজের কাছে নিয়ে নেন সোহেল। এজহারে আরও বলা হয়, মসজিদের পুননির্মাণ কাজ শুরু হলে কমিটির লোকজন সোহেলের কাছে ফান্ডের টাকা দিতে বলেন। কিন্তু টাকা না দিয়ে ঘুরাতে থাকেন তিনি। সর্বশেষ গত মঙ্গলবার (২৬ জানুয়ারি) কমিটির লোকজন টাকা ফেরত দিতে বললে মসজিদের পাওনা অস্বীকার করেন সোহেল। এ নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে সোহেল কমিটির সাধারণ সম্পাদক ইকবালসহ কয়েকজনকে মারধর করেন। মামলার বাদীপক্ষের আইনজীবী গোলাম মহিউদ্দিন স্বপন জানান, বিচারক মামলাটি আমলে নিয়ে সদর মডেল থানা পুলিশকে তদন্ত করে প্রতিবেদন জমা দিতে বলেছেন।
Related Articles
ভৈরবে এক যুবককে কুপিয়ে হত্যা
মোঃ ছাবির উদ্দিন রাজু বিশেষ প্রতিনিধিঃ বন্দর নগরী ভৈরবে অজ্ঞাত (২৫) যুবককে এলোপাথাড়ী কুপিয়ে হত্যা করেছে দূর্বত্তরা । হত্যার প্রকৃত কারন জানা যায়নি । এ ঘটনায় ভৈরব থানায় একটি মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে ।আজ শুক্রবার বেলা ১১টার দিকে ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের গাজিরটেক নামক স্থানে রেললাইনের পাশ থেকে যুবকের ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করেছে ভৈরব থানা পুলিশ […]
ভৈরবে মাদক সম্রাট আমানত উল্লাহ ও মাদক সম্রাজ্ঞী চায়না’র বিরুদ্ধে থানায় অভিযোগ
সমাধান ডেস্ক: কিশোরগঞ্জের ভৈরবের পঞ্চবটি এলাকার মাদক সম্রাট আমানত উল্লাহ ও মাদক সম্রাজ্ঞী চায়না’র বিরুদ্ধে ভৈরব থানায় ছিনতাইয়ের অভিযোগ। আমানত উল্লাহ ও চায়না দীর্ঘ দিন যাবৎ ইয়াবা ও হিরোইনসহ বিভিন্ন মাদক ব্যাবসা করে আসছিল। তারা বসবাস করে পঞ্চবটি জনাব আলী প্রাইমারি স্কুলের পিছনে। মাদক ব্যবসার কারেনে নানা প্রকার খাবাপ মানুষ স্কুলে রাস্তা ও আশে পাশে […]
ভৈরবে বিপুল পরিমান ভারতীয় শাড়ি ও ব্যাথানাশক ট্যাবলেটসহ আটক ১
ভ্রাম্যমান প্রতিনিধি মোঃ ছাবির উদ্দিন রাজু: কিশোরগঞ্জ জেলার ভৈরব থেকে ৯৭ টি ভারতীয় শাড়ি, ৫,০২,০০০ টি ব্যাথানাশক ট্যাবলেট ও ০১ টি পিকআপসহ ০১ জন চোরাচালান কারবারীকে আটক করেছে র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প । ০৮ অক্টোবর ২০২১ ইং তারিখ রাত আনুমানিক ০৪.০০ ঘটিকায় র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প,কিশোরগঞ্জ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ জেলার […]