কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ ছাবির উদ্দিন রাজু : ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থেকে ৫০ কেজি মাদকদ্রব্য গাঁজা’সহ ০৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প । ২৬ জানুয়ারি ২০২২ইং তারিখে ০৫.৩০ ঘটিকায় র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প, কিশোরগঞ্জ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানাধীন পাঁচগাও এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী আবু ছালেক(২৪), পিতা-আবু তাহের, সাং-খাটিংগা, শফিকুল(২৪), পিতা-আব্দুল রউফ, সাং-খাটিংগা, মোঃ সোহেল মিয়া(২৩), পিতা-আব্দুল হক, সাং-বুটাং বাড়ী, সর্ব থানা-বিজয়নগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়াগণকে আটক করেন। এসময় ধৃত আসামীদের দখলে থাকা ৫০ কেজি মাদকদ্রব্য গাঁজা ও ০২টি মোটরসাইকেল এবং মাদক বিক্রয়ের নগদ ৯০০০ টাকা’সহ উদ্ধার করে জব্দ করা হয়। ধৃত আসামীগণ দীর্ঘদিন যাবৎ ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা হতে চোরা চালানের মাধ্যমে গাঁজা দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করে মর্মে স্বীকার করে। উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
Related Articles
রিফাত হত্যায় জড়িত মিন্নি পুলিশের কাছে স্বীকারোক্তি
বরগুনার বহুল আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার প্রধান সাক্ষী ও নিহত রিফাতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নি রিফাত হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত বলে পুলিশের কাছে স্বীকার করেছেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন বরগুনার পুলিশ সুপার মো. মারুফ হোসেন। জাগো নিউজের এক প্রশ্নের জবাবে পুলিশ সুপার মো. মারুফ হোসেন বলেন, মঙ্গলবার দিনভর […]
ভৈরবে পাদুকা শিল্প বহুমুখী উন্নয়ন সমতির অফিস নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও দোয়া অনুষ্ঠিত
মো : রফিকুল ইসলাম রুবেল: কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলা ক্ষুদ্র পাদুকা শিল্প বহুমুখী উন্নয়ন সমিতির অফিস নির্মাণে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এসময় উপস্থিত ছিলেন সমাধান টিভির চেয়ারম্যান ও ঢাকা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আবদুল লতিফ RPC, ভৈরব পৌর আওয়ামী লীগের ৪ ওয়াড শাখার সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর শহিদুল ইসলাম শিমুল, ক্ষুদ্র পাদুকা সমিতির সাধারণ সম্পাদক […]
ডেমু ট্রেন ও ট্রাক সংঘর্ষে নিহত ১
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি থানার অক্সিজেন রেলগেট এলাকায় ডেমু ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। বুধবার রাত সোয়া ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি। রেলওয়ে পুলিশের এএসআই জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, রাতে অক্সিজেন রেলগেইট এলাকায় একটি বালুবাহী ট্রাক রেললাইনের ওপর রাখা ছিলো। […]