জাতীয়

প্রধান শিক্ষক কতৃক চুল কেটে অপমান করায় ছাত্রের আত্নহত্যার চেষ্টা

বেলাব প্রতিনিধি, নরসিংদী: বেলাব উপজেলার লাখপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র বিজয় মিয়া (১৫) আজ দুপুরে প্রথম সেমিষ্টার পরিক্ষায় অংশ গ্রহন করলে লাখপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আফজল হোসেন কাজল ,পরিক্ষা হলে গিয়ে কেচি নিয়ে ছাত্রের চুল কেটে দেয় । পরিক্ষা চলাকালীন সময় উক্ত রুমে ছাত্র বিজয় মিয়ার বন্ধু-বান্ধবীর সামনে এ লজ্জা সহ্য করতে না পেরে তাৎক্ষনিক বিজয় বাড়ি চলে আসে ,এবং ঘরের দরজা লাগিয়ে দিয়ে আত্নহত্যার চেষ্টা করে। ঘরের দরজা বন্ধ দেখে বড় বোন ডাকে দিলে সাড়া দেয়না বিজয় মিয়া ,পরে প্রতিবেশীদের সাহায্য নিয়ে বিজয়কে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে বেলাব সদর হাসপাতালে নিয়ে যায় । কর্তব্যরত ডাক্তার বিজয় মিয়ার চিৎকিসা করে তাকে ভর্তি করেন ,ও জানায় অতিরিক্ত ড্রাগ পয়েজন গ্রহনের কারনে জ্ঞান হারিয়ে ফেলেছে বিজয় খবর পেয়ে নব নির্বাচিত বেলাব উপজেলা চেয়ারম্যান সমশের জামান ভূইয়া (রিটন) বিজয় মিয়াকে দেখতে হাসপাতেল ছুটে যান। বিজয়ের মা বলেন ঃ-আমার ছেলে গতকাল ও পরিক্ষা দিয়েছে আমি পরিক্ষার ফি দিলাম তখন ও স্যার আমাকে কিছু বলেনি। পাঁচ বছর হলো ছেলে লাখপুর উচ্চ বিদ্যালয়ে পড়ে কোনদিন কোন বিচার ও আসেনী ।আমার ছেলে মেধাবী ছাত্র যার রোল নং (৫) চুল যদি বড় হয়ে থাকে স্যার অফিস রুমে ডেকে নিয়ে কাটলে হয়তো আমার ছেলে আত্নহত্যার চেষ্টা করতোনা। আমার ছেলের জন্য দোয়া করবেন ওর জীবনটা যেন বেচে যায় বলে বিলাপ করছিলো। জানাযায় প্রধান শিক্ষক আফজাল হোসেন কাজল অনেক ছাত্রকে ধরে ধরে আগেও চুল কেটেছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *