বেলাব প্রতিনিধি, নরসিংদী: বেলাব উপজেলার লাখপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র বিজয় মিয়া (১৫) আজ দুপুরে প্রথম সেমিষ্টার পরিক্ষায় অংশ গ্রহন করলে লাখপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আফজল হোসেন কাজল ,পরিক্ষা হলে গিয়ে কেচি নিয়ে ছাত্রের চুল কেটে দেয় । পরিক্ষা চলাকালীন সময় উক্ত রুমে ছাত্র বিজয় মিয়ার বন্ধু-বান্ধবীর সামনে এ লজ্জা সহ্য করতে না পেরে তাৎক্ষনিক বিজয় বাড়ি চলে আসে ,এবং ঘরের দরজা লাগিয়ে দিয়ে আত্নহত্যার চেষ্টা করে। ঘরের দরজা বন্ধ দেখে বড় বোন ডাকে দিলে সাড়া দেয়না বিজয় মিয়া ,পরে প্রতিবেশীদের সাহায্য নিয়ে বিজয়কে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে বেলাব সদর হাসপাতালে নিয়ে যায় । কর্তব্যরত ডাক্তার বিজয় মিয়ার চিৎকিসা করে তাকে ভর্তি করেন ,ও জানায় অতিরিক্ত ড্রাগ পয়েজন গ্রহনের কারনে জ্ঞান হারিয়ে ফেলেছে বিজয় খবর পেয়ে নব নির্বাচিত বেলাব উপজেলা চেয়ারম্যান সমশের জামান ভূইয়া (রিটন) বিজয় মিয়াকে দেখতে হাসপাতেল ছুটে যান। বিজয়ের মা বলেন ঃ-আমার ছেলে গতকাল ও পরিক্ষা দিয়েছে আমি পরিক্ষার ফি দিলাম তখন ও স্যার আমাকে কিছু বলেনি। পাঁচ বছর হলো ছেলে লাখপুর উচ্চ বিদ্যালয়ে পড়ে কোনদিন কোন বিচার ও আসেনী ।আমার ছেলে মেধাবী ছাত্র যার রোল নং (৫) চুল যদি বড় হয়ে থাকে স্যার অফিস রুমে ডেকে নিয়ে কাটলে হয়তো আমার ছেলে আত্নহত্যার চেষ্টা করতোনা। আমার ছেলের জন্য দোয়া করবেন ওর জীবনটা যেন বেচে যায় বলে বিলাপ করছিলো। জানাযায় প্রধান শিক্ষক আফজাল হোসেন কাজল অনেক ছাত্রকে ধরে ধরে আগেও চুল কেটেছে ।
Related Articles
ভৈরবে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ২০১৯ অনুষ্টিত
জয়নাল আবেদীন রিটন, বিশেষ প্রতিনিধিঃ রাখিব কল্যাণে নিজেকে, উন্নত করিতে দেশকে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের ভৈরবে ২০১৮ সালের পিইসিই, জে এস সি ও এস এস সি পরীক্ষায় জিপিএ -৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ২০১৯ অনুষ্টিত হয়েছে। কল্যাণের জন্য আমরা সংগঠন কর্তৃক আজ শুক্রবার বিকাল তিনটায় হাজী আসমত আলী এতিম বালিকা ও শিশু পরিবার চত্বরে […]
সপ্তম দিনের মতো সড়কে শিক্ষার্থীরা
নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়কের দাবিতে আজও মাঠে নেমেছে শিক্ষার্থীরা। শনিবার সপ্তম দিনের মতো ঢাকার বিভিন্ন পয়েন্টে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে। নিরাপত্তার অজুহাত দেখিয়ে রাস্তায় নামেনি গণপরিবহন। ফলে সকাল থেকে ভোগান্তি পড়তে হয় কর্মজীবীদের। তবে দুর্ভোগ হলেও শিক্ষার্থীদের এই আন্দোলনের সঙ্গে একাত্বতা প্রকাশ করেছেন অনেকে। বেপরোয়া বাসের চাপায় গত ২৯ জুলাই রাজধানীর বিমানবন্দর সড়কের শহীদ রমিজ উদ্দিন […]
ভৈরবে বঙ্গবন্ধু একুশে বই মেলার সম্পাপ্তি।
পলাশ আহমেদ,ভ্রাম্যমান প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম শতবার্ষিকী(মুজিব বর্ষ) উপলহ্মে ভৈরব বই মেলা পরিষদ এর আয়োজনে ১০ দিনব্যাপী বঙ্গবন্ধু একুশে বইমেলার সমাপ্তি। আনুষ্ঠানিক ভাবে বঙ্গবন্ধু একুশে বই মেলার উদ্ভোধন করেন ইন্টারন্যাশনাল থিয়েটার ইন্সটিটিউট (আন্তর্জাতিক) এর সম্মানিত সভাপতি রামেন্দু মজুমদার। নানান আয়োজন এর মধ্যে ছিল বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিয়ে বিতর্ক […]