বেলাব প্রতিনিধি, নরসিংদী: বেলাব উপজেলার লাখপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র বিজয় মিয়া (১৫) আজ দুপুরে প্রথম সেমিষ্টার পরিক্ষায় অংশ গ্রহন করলে লাখপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আফজল হোসেন কাজল ,পরিক্ষা হলে গিয়ে কেচি নিয়ে ছাত্রের চুল কেটে দেয় । পরিক্ষা চলাকালীন সময় উক্ত রুমে ছাত্র বিজয় মিয়ার বন্ধু-বান্ধবীর সামনে এ লজ্জা সহ্য করতে না পেরে তাৎক্ষনিক বিজয় বাড়ি চলে আসে ,এবং ঘরের দরজা লাগিয়ে দিয়ে আত্নহত্যার চেষ্টা করে। ঘরের দরজা বন্ধ দেখে বড় বোন ডাকে দিলে সাড়া দেয়না বিজয় মিয়া ,পরে প্রতিবেশীদের সাহায্য নিয়ে বিজয়কে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে বেলাব সদর হাসপাতালে নিয়ে যায় । কর্তব্যরত ডাক্তার বিজয় মিয়ার চিৎকিসা করে তাকে ভর্তি করেন ,ও জানায় অতিরিক্ত ড্রাগ পয়েজন গ্রহনের কারনে জ্ঞান হারিয়ে ফেলেছে বিজয় খবর পেয়ে নব নির্বাচিত বেলাব উপজেলা চেয়ারম্যান সমশের জামান ভূইয়া (রিটন) বিজয় মিয়াকে দেখতে হাসপাতেল ছুটে যান। বিজয়ের মা বলেন ঃ-আমার ছেলে গতকাল ও পরিক্ষা দিয়েছে আমি পরিক্ষার ফি দিলাম তখন ও স্যার আমাকে কিছু বলেনি। পাঁচ বছর হলো ছেলে লাখপুর উচ্চ বিদ্যালয়ে পড়ে কোনদিন কোন বিচার ও আসেনী ।আমার ছেলে মেধাবী ছাত্র যার রোল নং (৫) চুল যদি বড় হয়ে থাকে স্যার অফিস রুমে ডেকে নিয়ে কাটলে হয়তো আমার ছেলে আত্নহত্যার চেষ্টা করতোনা। আমার ছেলের জন্য দোয়া করবেন ওর জীবনটা যেন বেচে যায় বলে বিলাপ করছিলো। জানাযায় প্রধান শিক্ষক আফজাল হোসেন কাজল অনেক ছাত্রকে ধরে ধরে আগেও চুল কেটেছে ।
Related Articles
‘বিএনপি নির্বাচনী ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র করছে’
নিজস্ব প্রতিবেদক : খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনী ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র করছে বিএনপি। রোববার রাজধানীর পল্টনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণসংবর্ধনা সফল করতে ঢাকা মহানগর দক্ষিণের প্রস্তুতি সভায় তিনি এ কথা বলেন। খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বিএনপির নেতাদেরকে উদ্দেশ্য করে বলেন, কাউকে মাইনাস করার পথ আওয়ামী লীগ অবলম্বন করে না। আওয়ামী লীগ চায় […]
ভৈরবে ঈদের দিনে রান্না করা খাবার বিতরণ করলেন ইউএনও
জয়নাল আবেদনীন রিটন, বিশেষ প্রতিনিধিঃ করোনাভাইরাস রোধে নিম্ন আয়ের মানুষ কর্মহীন হয়ে পড়ে এখন দিশেহারা। গরীব সুবিধা বঞ্চিত কর্মহীন অসহায়দের মাঝে ১ হাজার প্যাকেট দুপুরে খাবার বিতরণ করা হয়। আজ সোমবার ঈদুল ফিতরের দিন ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা ও তাঁর স্বামী পরিকল্পনা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ শামীম কিবরিয়া’র’ পক্ষ থেকে নিজস্ব অর্থায়নে […]
ভৈরবের জোয়ানশাহীতে ৩ হাজার একর ধানের জমি বন্যার পানিতে হঠাৎ কবলীত
মোঃ ছাবির উদ্দিন রাজু বিশেষ প্রতিনিধিঃ কিশোরগঞ্জের ভৈরব উপজেলার হঠাৎ করে ভারতীয় উজানের পানি এসে মেঘনা নদীতে আসলে উরার খাল ভেঙ্গে যাওয়ার ফলে ৩টি ইউনিয়ন ১নং সাদিকপুর, ২নং আগানগর এবং ৭নং শ্রীনগর ইউনিয়নের জোয়ানশাহী হাওড় পাহাড়ি ঢলের পানিতে হাওরের ৩ একর জমির আধাপাকা বোরো ধান,বন, এর একতৃতীয়াংশ তলিয়ে গেছে। এতে উক্ত এলাকার আনুমানিক ০২ লক্ষমন […]