নিজস্ব প্রতিনিধি: যেথা সেথায় ময়লা নয়,পরিবেশ নিয়ে ভাবতে হয়। পরিষ্কার পরিছন্নতা বাংলাদেশ চাই,দেশ টা তো আমাদেরই ভাই। এই স্লোগান কে সামনে রেখে নাগর ফাউন্ডেশনের ভৈরবে প্রায় ৪হাজার এর অধিক পাদুকা কারখানা,শ্রমিকের সংখ্যা প্রায় ৫০হাজার। পাদুকা কারখায় প্রায় আগুন লেখে যায় সচেতনতার অভাবে। তাই নাগর ফাউন্ডেশনের উদ্যোগ প্রায় ১হাজার কারখায় লিফলেট বিতরণ করা হয়েছে লিফলেট লেখা ছিল যেমনঃ- *পাদুকা কারখানার ময়লা ফেলে পরিবেশ নষ্ট করবেন না। *পাদুকা কারখানার বজ্য/ময়লা বসবাস উপযোগী স্থানে পোড়াবেন না। কারন এ থেকে নির্গত ধোয়া থেকে ক্যান্সার হয়। *পাদুকা কারখানায় ধুমপান করবেন না,এতে যে কোন সময় আগুন লেগে যেতে পারে।*পাদুকা কারখানায় বৈদ্যুতিক সংযোগ এলোপাথারি করবেন না এতে অগ্নিকান্ড ঘটতে পারে। * শিশু শ্রম বন্ধ করুন, এটি আইনত দন্ডনীয় অপরাধ।*আপনার সন্তান কে স্কুলে পাঠান, আপনার সন্তান দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে। পাদুকা কারখানার কাজ দিনের বেলায় করুন রাতের কাজ বর্জন করুন।*রাতে পাদুকা কারখানায় ঘুমাবেন না কারন আপনার ব্যবহুত কেমিক্যাল স্বাস্থ্যের জন্য ঝুকিপূর্ণ। দেশীয় পণ্যের মান উন্নয়ন করুন,দেশের উন্নয়নের ভূমিকা রাখুন। এসকল বিষয়বস্তুু লেখা ছিল লিফলেটে পাদুকা কারখানায় ঘুরে ঘুরে ফাউন্ডেশনের প্রতিষ্টাতা চেয়ারম্যান শামসুল হক মামুন,তানজিল সরকার,ছাবির উদ্দিন রাজু,শওকত আলী,মোঃসারোয়ার সহ ফাউন্ডেশনের আরো অনেকে কারখানায় ঘুরে ঘুরে লিফলেট বিতরণ করা হয়। ফাউন্ডেশনের চেয়ারম্যান শামসুল হক মামুন বলেন আমরা দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাব প্রত্যাশা নিয়ে কাজ করে যাব ইনশাআল্লাহ
Related Articles
ট্রাস্টি চেয়ারম্যান জাফর, সভাপতি সোহেল বিএমএসএফের ১৩১ সদস্যের কমিটি গঠিত
ছাবির উদ্দিন রাজু, ভ্রাম্যমান প্রতিনিধি: ঢাকা, মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২ খ্রীঃ বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম- বিএমএসএফ’র ৫ম জাতীয় কাউন্সিল-২০২২ উপলক্ষে সাধারণ সভা মঙ্গলবার ১৫ মার্চ সকাল ১১টায় পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ ও ভার্চুয়ালে সংগঠনের সারাদেশের যুক্ত সাংবাদিকদের অংশগ্রহণে জাতীয় পরিষদের প্রধান সমন্বয়কারী, প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি আহমেদ আবু জাফরের সভাপতিত্বে এ […]
১৬ হাজার কোটি টাকা ঋণ দেবে ৬ ব্যাংক
অর্থনীতি ডেস্ক: করোনায় ক্ষতিগ্রস্ত শিল্প ও পরিষেবা খাতকে ১৬ হাজার কোটি টাকার বিশেষ ঋণ দেবে রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংক। প্রণোদনা প্যাকেজের আওতায় ৩ বছরের জন্য ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের এই ঋণ দেওয়া হবে। এর মধ্যে চলতি অর্থবছরে ৪ হাজার ৬০ কোটি, ২০২১ সালে ৫ হাজার ৪৬৫ কোটি টাকা এবং ২০২২ সালে ৬ হাজার ১০ কোটি টাকা দেওয়া হবে। […]
সৌদিতে আরো দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক : পবিত্র হজ পালন করতে গিয়ে চলতি বছর সৌদি আরবে আরো দুজন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে ২৩ আগস্ট পর্যন্ত বাংলাদেশি হাজীদের মৃতের সংখ্যা দাঁড়াল ৭১। এদের মধ্যে ৫৯ জন পুরুষ ও ১২ জন নারী। মৃত ৭১ জনের মধ্যে মক্কায় ৪৮ জন, মদিনায় ছয়জন, জেদ্দায় দুইজন, মিনায় নয়জন ও আরাফাতে ছয়জন মারা […]