বিশেষ প্রতিবেদন

সৌদিতে আরো দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : পবিত্র হজ পালন করতে গিয়ে চলতি বছর সৌদি আরবে আরো দুজন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে ২৩ আগস্ট পর্যন্ত বাংলাদেশি  হাজীদের মৃতের সংখ্যা দাঁড়াল ৭১।

এদের মধ্যে ৫৯ জন পুরুষ ও ১২ জন নারী। মৃত ৭১ জনের মধ্যে মক্কায় ৪৮ জন, মদিনায় ছয়জন, জেদ্দায় দুইজন, মিনায় নয়জন ও আরাফাতে ছয়জন মারা যান।

ধর্ম মন্ত্রণালয় কর্তৃক মক্কা থেকে প্রকাশিত হজ বুলেটিনে এই তথ্য উল্লেখ করা হয়েছে।

সর্বশেষ গতকাল বৃহস্পতিবার মক্কায় মো. তছলিম উদ্দিন  (৫৩) নামে এক হাজি ইন্তেকাল করেছেন। তার বাড়ি গাজীপুর জেলায়। পাসপোর্ট নম্বর বিবি ০০৮৫০৪০।

এ বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ৭৯৮ জন হজযাত্রী সৌদি আরবে যান। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৭ হাজার ১৯৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ২০ হাজার জন হজ করতে গেছেন। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হবে ২৭ আগস্ট। শেষ ফিরতি ফ্লাইটটি দেশে পৌঁছাবে আগামী ২৬ সেপ্টেম্বর।

প্রসঙ্গত, গত ২০ আগস্ট অনুষ্ঠিত হয় পবিত্র হজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *