মোঃ নজরুল ইসলাম, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
অত্যন্ত মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বৃহস্পতিবার কুমিল্লার মুরাদনগরে উদ্যাপিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস।
শেষ নবী ও রাসুল হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের পুণ্য স্মৃতিময় দিন হিসেবে তরিকত ঐক্য পরিষদ মুরাদনগর উপজেলা শাখার উদ্যোগ শোভাযাত্রা জশনে জুলুস বের করা হয়েছে।
এ শোভাযাত্রাটিতে শত শত মুসলমান অংশ নেন। শোভাযাত্রাটি উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে শুরু হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আল্লাহু চত্বরে এসে মিলাদ ও দোয়ার মাধ্যমে সমাপ্ত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, মুরাদনগর তরিকত ঐক্য পরিষদের সভাপতি মোঃ হানিফ মিয়া, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, মুরাদনগর সদর ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আক্তার হোসেন, নবীপুর পশ্চিম ইউপি সদস্য কাউছার ভূইয়া, কবির হোসেন, জাকির হোসেন সহ রাসূলে আশেকানবৃন্দ। এ সময় দোয়া ও মিলাদ পরিচালনা করেন মাওলানা হান্নান শাহ।