Featured জাতীয়

ঢাকা প্রেসক্লাবের সাধারণ পরিষদের সভা ও মাতৃভাষা দিবস উদযাপন প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মো: রফিকুল ইসলাম রুবেল:

ঢাকা প্রেসক্লাবের কেন্দ্রীয় কমিটির সাধারণ পরিষদের সভা ও ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ ফেব্রুয়ারি শনিবার সকাল ১১ টা রাজধানীর মতিঝিল প্লাভিনো চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত সাধারণ পরিষদের সভায় প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন ঢাকা প্রেসক্লাবের আজীবন সদস্য ও সমাধান টিভির পরিচালক হাজী এম এ মুছা,

প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুস সাত্তার, বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা প্রেসক্লাবের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, ঢাকা প্রেসক্লাবের সভাপতি মো: সামজোদ্দোহা, সাধারণ সম্পাদক কাজী ফরিদ আহমেদ, ঢাকা প্রেসক্লাবের সাবেক সভাপতি মো: নূরনবী, ঢাকা প্রেসক্লাবের সহ সভাপতি ও সমাধান টিভির নির্বাহী পরিচালক মোহাম্মদ মাহবুবুর রহমান,

সাংগঠনিক সম্পাদক ও সমাধান টিভির চেয়ারম্যান আব্দুল লতিফ আর পি সি, দপ্তর সম্পাদক এম এ হোসাইন রানা, সমাজকল্যাণ সম্পাদক ডা: ইসাক চৌধুরী,দৈনিক আমার মাতৃভূমি পত্রিকার সম্পাদক নাসির উদ্দিন, দৈনিক রুদ্র বাংলা পত্রিকার সম্পাদক মতিউর রহমান, উপকূল মানবধিকার সংস্থার মহাসচিব ছিদ্দিকুর রহমান, ঢাকা প্রেসক্লাবের স্থায়ী সদ্য ও সমাধান টিভির পরিচালক আলহাজ্ব ওমর ফারুক হোসাইনী, মো: বরকত উল্লাহ, মো: নিজামউদ্দিন সরকার, মো: সহিদুল আলম সজল সওদাগর, মো: জামাল উদ্দিন, মো: হানিফ মিয়া, হাজী রাগিব আহসান, সাংবাদিক নজরুল ইসলাম, রফিকুল ইসলাম রুবেলসহ ঢাকা প্রেসক্লাবের অনন্য সদস্যবৃন্দ সাধারণ পরিষদের সভা পরিচালনা ঢাকা প্রেসক্লাবের সদ্য সাইদুজ্জামান সাইফ। দ্বিতীয় অধিবেশনে ঢাকা প্রেসক্লাবের সভাপতি মো: সামজোদ্দোহার সভাপতিত্বে সভায় ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন, বার্ষিক বনভোজন, সকল সদস্যদের স্মার্ট কার্ড প্রদান ও ঢাকা প্রেসক্লাবের নাম ব্যবহার করে অপকর্ম কাজে লিপ্ত থাকায় কয়েকজন সদস্য কে বহিষ্কারের নীতিগতভাবে অনুমোদন করা হয় সাধারণ পরিষদের সভায়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *