আন্তর্জাতিক ডেস্ক : গাজায় ইসরায়েলের হামলায় শুক্রবার চার ফিলিস্তিন নাগরিক নিহত হয়েছেন।
এদিন ইসরায়েল গাজা উপত্যকায় ফিলিস্তিনি সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালায়। ইসরায়েল দাবি করেছে, তাদের সৈন্যকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। এতে এক সৈন্য নিহত হয়েছে। এরপরই তারা গাজায় সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালায়।
গাজার কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবার ইসরায়েলের হামলায় চার ফিলিস্তিনি নিহত হন। এদের মধ্যে তিনজন হামাসের সদস্য এবং এক প্রতিবাদী যুবক নিহত হয়েছেন।
হামাসের দাবি, ইসরায়েলের সঙ্গে অস্ত্রবিরতির ঐক্যমত হয়েছে। সংগঠনটির মুখপাত্র ফাওজি বারহৌম বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘জাতিসংঘ ও মিশরের সহযোগিতায় নিজ নিজ অঞ্চলে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে শান্তি বজায় রাখতে ঐক্যমত হয়েছে।’
তবে এ ঐক্যমতের ব্যাপারে মুখ খুলেনি ইসরায়েল।
তথ্য : বিবিসি ও আল জাজিরা