অপরাধ

১২ জলদস্যুকে আটক করে পুলিশে দিল জেলেরা

ভোলা প্রতিবেদক : ভোলার মনপুরার মেঘনা নদীতে ১২ জলদস্যুকে আটক করে পুলিশে দিয়েছে জেলেরা।মঙ্গলবার রাতে উপজেলার মনপুরা ইউনিয়নের জাগলার চরসংলগ্ন মেঘনা নদীতে এই ঘটনা ঘটে।

মনপুরা কোস্ট গার্ডের স্টেশন কমান্ডার আবদুল আজিজ জানান, লিটন মাঝি নামের এক জেলের ট্রলারে দস্যু বাহিনীরা হামলা চালায়। এ সময় কমপক্ষে ১৫টি ট্রলারের জেলেরা একত্রিত হয়ে একটি ট্রলারসহ জলদস্যুদের আটক করে। আটকের পর জেলেরা কোস্ট গার্ড ও পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে দস্যুবাহিনীকে আটক করে নিয়ে যায় পুলিশ।

ঘটনার পর লিটন মাঝি জানান, রাতে মেঘনায় মাছ শিকারের সময় দুই ট্রলারে করে দস্যু বাহিনী হামলা চালায়। এ সময় নদীতে পাতা জাল কেটে দিয়ে জেলেরা চিৎকার করলে দস্যুরা পিছু নেয়। এক পর্যায়ে মেঘনায় মাছ শিকারে থাকা রাসেদ মাঝি, হেজু মাঝি, লিটন-২, ইব্রাহীম মাঝিসহ অন্তত ১৫ ট্রলার একত্রিত হয়ে দস্যুদের ধাওয়া করে। পরে দস্যুদের একটি ট্রলার ঘিরে ফেলে ১২ দস্যুকে আটক করা হয়। এ সময় দস্যুবাহিনী দেশীয় অস্ত্র নদীতে ফেলে দেয়।

মনপুরা থানার ওসি ফোরকান আলী জানান, আটক দস্যুদের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *