মোশাররফ হোসেন শ্যামল (কিশোরগঞ্জ প্রতিনিধি) : নারীর সুস্থতা পরিবারের মূল কথা” এই প্রতিপাদ্য কে সামনে রেখে ভৈরবে স্তন ক্যান্সার বিষয়ক আলোচনা সভা ক্যান্সার সচেতনতা কর্মসূচীর আয়োজন করে কালিকাপ্রসাদ প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র।
উক্ত কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিকা প্রসাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব লিটন মিয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা: জান্নাতুন মাওয়াসহ প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এ এস এম বজলুল গনি পরিচালক প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র এবং সাবর্বিক পরিচালনায় ছিলেন জনাব অনুপ কুমার সাহা বিভাগীয় ব্যবস্থাপক প্রশিকা।
কালিকা প্রসাদ ইউনিয়নের চক বাজার এলাকায় ভৈরব কালিকা প্রসাদ প্রশিকা শাখায় নিজস্ব কার্যালয় প্রাঙ্গণে উক্ত কর্মসূচী পালিত হয়।
এতে আরো উপস্থিত ছিলেন শাখা ব্যবস্থাপক জনাব জনাব মো: কবির হোসেন এবং প্রশিকা ভৈরব উন্নয়ন এলাকার অন্যান্য কর্মকর্তা বৃন্দ। উক্ত স্ব স্থ বিয়ক কর্মসূচির আওতায়া ১০০ জন নারীদের মধ্যে অদ্য স্তন স্ক্রিনিং করা করা এবং ভবিষ্যতে নারীদের নিজে নজে স্ক্রিনিং পদ্ধতি সমূহ পশিক্ষণ দেওয়া হয়।