মো:আশরাফ আলী বাবু,চীফ রিপোর্টার: রেলওয়ে কর্মীদের কোয়ার্টার নিয়ে চট্টগ্রামে চলছে নজিরবিহীন অবৈধ বাণিজ্য। কাগজে কলমে খালি, অথচ বাসায় দিব্বি থাকছে মানুষ। বরাদ্দ না থাকা এমন অন্তত আটশো বাসা ভাড়া দিয়ে প্রতিমাসে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে কিছু চক্র। অথচ বিদ্যুৎ, গ্যাস, পানিসহ এসব বাসার রক্ষনাবেক্ষণে বছরে প্রায় কোটি টাকা খরচ হচ্ছে। তারপরও কোন ব্যবস্থা নিচ্ছেনা কর্তৃপক্ষ। কাগজে কলমে বাসাটি পরিত্যক্ত। তাই নেই বিদ্যুতের মিটারও। কিন্তু বাস্তব চিত্র ভিন্ন, ভিতরে চলছে ফ্যান-লাইট। থাকছে মানুষও। এই চিত্র চট্টগ্রাম নগরীর টাইগারপাস রেল কলোনীর তৃতীয় শ্রেনীর কর্মচারীদের কোয়ার্টারে। শুধু এটিই নয়, বরাদ্দহীন বাসায় এভাবে অবৈধভাবে থাকছে আরো অনেকে। রেল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে বিভিন্ন ক্যাটাগরিতে রেলের বাসা আছে পাঁচ হাজার। যারমধ্যে আটশোই খালি। আইন অনুযায়ী এসব বাসা সিলগালা থাকার কথা। কিন্তু বাস্তবে কোথাও নেই সিলগালার অস্তিত্ব। স্থানীয় প্রভাবশালীরা সিলগালা ভেঙ্গে ভাড়া দিয়েছে এসব বাসা। অনুসন্ধান বলছে, সরকারি দলের নাম ভাঙ্গিয়ে এই কলোনীতে প্রায় সবকটি খালি বাসা ভাড়া দিয়েছেন হারুনুর রশীদ মুন্না নামে এক যুবক। নিজে রেলকর্মী না হয়েও থাকছেন রেলের কোয়ার্টারে। আর অন্তত ১৩৫টি খালি বাসা ভাড়া দিয়ে প্রতিমাসে পকেটে পুরছেন গড়ে কমপক্ষে দশ লাখ টাকা। তথ্য অনুযায়ী, মানভেদে এসব বাসা ভাড়া দেয়া হয় সাত থেকে ১৩ হাজার টাকা পর্যন্ত। আটশো খালি বাসার কিছু বাদ দিলেও মাসে যেখান থেকে সুবিধাভোগীরা হাতিয়ে নিচ্ছে অন্তত অর্ধকোটি টাকা। বিস্ময়কর হচ্ছে, এসব বাসার বিদ্যুৎ, গ্যাস, পানি বাবদ বছরে কোটি টাকা ব্যয় হচ্ছে রেলওয়ের। তবে এ নিয়ে গতানুগতিক কথা বলেই দায় সারছে কর্তৃপক্ষ। সরকারি বাসা নিয়ে এমন লুটপাট চললেও তা নিয়ে মুখ খোলার সাহস নেই রেল সংশ্লিষ্টদের।
Related Articles
ভৈরবে বাংলা নববর্ষ উদযাপিত
মোঃ শাহনুর , ভৈরব প্রতিনিধি ॥ আজ রোববার ভৈরবে ১৪২৬ বাংলা বছররে প্রথম দিন পহেলা বৈশাখ উদযাপতি হয়েছে। বিভিন্ন সামাজকি-সাংস্কৃতকি সংগঠনরে উদ্যোগে আয়োজিত মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতকি অনুষ্ঠানসহ ঐতহ্যিবাহী বৈশাখি মেলা আয়োজনের মাধ্যমে নতুন বছরকে বরণ করে নিয়েছে ভৈরববাসী। সকালে বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের আয়োজনে পৌর নিউ মার্কেটের সামনে থেকে একটি মঙ্গলশোভাযাত্রা বের হয়। […]
বিনামূল্যে করোনা প্রতিশেধক, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার বিতরন
সমাধান ডেস্কঃ কিশোরগঞ্জের ভৈরবে somadhantv.com এর উদ্যোগে এবং আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন আয়োজনে আজ রোজ শুত্রবার ভৈরব দূর্জয় মোড় এলাকায় বিনামূল্যে করোনার ভাইরাস মহামারি প্রতিরোধে প্রতিশেধক হোমিও ঔষধ, আর্সেনিক এ্যালব্-৩০, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড গ্লাভস্ বিতরন করা হয়। উক্ত কর্মসূচি উদ্বোধন করেন ভৈরব উপজেলা আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক এবং somadhantv.com এর উপদেষ্টা জনাব মোঃ […]
ভৈরবে চকলেটের লোভ দেখিয়ে নয় বছরের শিশুর শ্লীলতাহানির অভিযোগ
২৯ অক্টোবর, সমাধান ডেস্ক: কিশোরগঞ্জের ভৈরবের পঞ্চবটি এলাকায় চকলেটের লোভ দেখিয়ে নয় বছরের এক শিশু (মেয়ে) শ্লীলতাহানি ঘটানোর অভিযোগ উঠেছে জয়নউদ্দিন নামের(৫৫) বছর বয়সের এক ব্যক্তির বিরুদ্ধে। এই ঘটনায় ভিকটিম শিশুর মা নাছিমা বেগম বাদী হয়ে ভৈরব থানায় একটি অভিযোগ দায়ের করেন । ঘটনার পর পর পুলিশী তদন্তে নামে । তদন্তে সত্যতা পাত্তয়ায় আজ বৃহস্পপতিবার […]