মোঃ নজরুল ইসলাাম, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
“তথ্য অধিকার সংকটে হাতিয়ার, সংকটকালে তথ্য পেলে জনগণের মুক্তি মেলে” এ
প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কুমিল্লার মুরাদনগরে আন্তর্জাতিক তথ্য
অধিকার দিবস-২০২০ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সোমবার সকাল ১১ টায় কবি নজরুল মিলনায়তনে মুরাদনগর
উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশের সভাপতিত্বে প্রধান
অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোর।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদারের সঞ্চালনায় এ সময়
তথ্য অধিকার, তথ্য-প্রযুক্তির বিভিন্ন সেবা ও সমস্যা বিষয়ক নানা প্রস্তাবনা
তুলে ধরেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম কমল, উপজেলা কৃষি
কর্মকর্তা মাঈন উদ্দিন আহাম্মেদ, মানবকন্ঠ পত্রিকার মুরাদনগর উপজেলা
প্রতিনিধি ও মুরাদনগর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম
আরিফ। তথ্য অধিকার সম্পর্কিত সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেয়ার
আশ্বাস দেন উপজেলা নির্বাহী অফিসার।
আলোচনা অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক
কর্মকর্তা পারভিন আক্তার, কালেরকন্ঠ পত্রিকার মুরাদনগর উপজেলা প্রতিনিধি
আজিজুর রহমান রনি, আমাদের সময়ের হাবিবুর রহমান, সমকালের বেলাল উদ্দিন
আহাম্মেদ, আজকের বিজনেস বাংলাদেশের সফিকুল ইসলাম, যুগান্তরের সুমন
সরকারসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।