নিজস্ব প্রতিবেদক:
কিশোরগঞ্জের ভৈরবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী ভর্তি না করেও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার জন্য মামলার বাদী অবৈধভাবে সরকারী হাসপাতালের জখমের সনদপত্র আনার চেষ্টা করছে বলে অভিযোগ করেন মামলার আসামী পক্ষ। মামলার ১নং আসামী আ: কাইয়ুম অভিযোগ করে বলেন আমাদের সাথে বাদী আল মামুন উজ্জ্বলের সাথে কিছু বিষয় নিয়ে বনিবনা হচ্ছে না বিদায় গত ২২/০৪ /২০২৩ ইং তারিখে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আমলগ্রহণকারী আদালত নং – ০২ কিশোরগঞ্জে আমার পরিবারের মোট ৮ জন সদস্যকে আসামী একটি মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করে। যার মামলা নং সি.আর. মো: নং (১) ২০২৩। উক্ত মামলাটি সুষ্ঠু তদন্ত হলে আদালতের টিকবে না জেনে বাদী আল মামুন উজ্জ্বল টাকা দিয়ে অবৈধভাবে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে জখমের সনদপত্র নেওয়ার জোর চেষ্টা চালাচ্ছে বলে লোক মারফত জানতে পারি। যেই তারিখ উল্লেখ করে মামলা দায়ের করেছে উক্ত তারিখে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলেও জানান আ: কাইয়ুম। এজাহার সূত্রে জানা যায় কালিকাপ্রসাদ ইউনিয়নের খাসহাওলা গ্রামের মৃত আব্দুল হাসিম মিয়ার ছেলে আল মামুন উজ্জ্বলের সাথে একই গ্রামের মৃত আ: কাদির এর ছেলে আ: কাইয়ুম গং দের জমি জমা নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসচ্ছে। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত এক চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে জানান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগী ভর্তি না হলে ছাড়পত্র দেওয়ার কোন সুযোগ বা বিধান নেই।