মো: শাহনূর, ভৈরব প্রতিনিধি :
কিশোরগঞ্জের ভৈরবে ৫৬ কেজি গাজাঁ ও প্রাইভেটকারসহ মোহন মিয়া নামে প্রাইভেটকার চালককে আটক করেছে র্যাব ১৪- ভৈরব ক্যাম্প সদস্যগণ। সে ব্রাহ্মণ বাড়িয়ার আখাউড়া থানাধিন আজিমপুর গ্রামের আব্দুল খঅলেক মিয়ার ছেলে। আজ সকাল সাড়ে আটটার সময় তাকে ভৈরবপুর উত্তর পাড়া থেকে আটক করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব র্যাব ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রাফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের ও সিনিয়র এডি চন্দন দেবনাথ অভিযান চালিয়ে ভৈরবপুর উত্তরপাড়া থেকে উল্লেখিত ব্যাক্তিকে আটক করেন। পরে তার স্বীকারোক্তিতে প্রাইভেটকারের ব্যাক ডালা থেকে ছাপ্পান্ন কেজি গাজাঁ ও নগদ দশ হাজার চারশত টাকা উদ্ধার করা হয়। গাজাঁর মূল মালিক হবিগঞ্জ এলাকার মাদক ব্যবসায়ী মিন্টু মিয়া। সাত হাজার টাকার বিনিময়ে আটককৃত গাজাঁ চালকের মাধ্যমে ময়মনসিংহে পৌছে দেয়ার কথা ছিল