মোঃ ছাবির উদ্দিন রাজু কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: বন্দরনগরী ভৈরবে সরকারি কাজে বাধা প্রদান ও পুলিশ হত্যা চেষ্টা মামলার এজাহার নামীয় আসামী সফর আলীকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপি-৩ ভৈরব ক্যাম্প সদস্যরা। সফর আলী শহরের ঘোড়াকান্দা এলাকার মোঃ আলী আকবর মিয়ার ছেলে। শনিবার রাত সাড়ে ১০ টার সময় সফর আলীকে চন্ডিবেড় এলাকা থেকে গ্রেফতার করা হয়। এর আগে এ ঘটনায় মামলার অভিযুক্ত ৩৬ জনের মধ্যে ৭ জনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে ভৈরব থানা পুলিশ। এ নিয়ে অভিযুক্ত মোট ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। ভৈরব র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক রফি উদ্দিন মোহাম্মদ যোবায়ের জানান, গোপন সংবাদের ভিত্তিতে আসামী সফর আলীকে শহরের চন্ডিবেড় এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। আসামী সফর আলী সরকারি কাজে বাধা প্রদানসহ পুলিশ হত্যা চেষ্টা মামলার ভৈরব থানার এজাহার নামীয় আসামী। গত ১২ ডিসেম্বর ভৈরর থানার এএসআই (নিঃ) মোঃ রেজাউল করিম সঙ্গীয় এএসআই (নিঃ) মোঃ আব্দুল করিমসহ মাদক মামল গ্রেফতারি পরায়ানাভুক্ত ১ নং আসামী রাসেল (৩০)কে গ্রেফতার করে। এ সময় উক্ত আসামীর ডাক চিৎকারে গ্রেফতারকৃত এজারনামীয় আসামীগন দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হইয়া এ এস আই মোঃ রেজাউল করিম ও এ এস আই মোঃ আব্দুল করিমের উপর হামলা করে এবং সরকারী কাজে বাধাঁদানসহ ২ পুলিশ কর্মকর্তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেন। এ ঘটনায় এএসআই মোঃ রেজাউল করিম গত ১৩ ডিসম্বর বাদী হয়ে ভৈরব থানায় মামলা দায়ের করার পর গত ১৯ ডিসেম্বর রাতে তাকে র্যাব সদস্যরা গ্রেফতার করে ভৈরব থানায় সোপর্দ করেছে।
Related Articles
দুই পা ছাড়াই প্রবীর ঘোষের শেষকৃত্য সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : বন্ধু পিন্টু দেবনাথের পাষণ্ডতায় নির্মম হত্যাকাণ্ডের শিকার স্বর্ণ ব্যবসায়ী প্রবীর ঘোষের দুটি পা ছাড়াই শেষকৃত্য সম্পন্ন হয়েছে।ময়নাতদন্ত শেষে মঙ্গলবার বিকেলে নগরীর মাসদাইর শ্মশানে প্রবীরের পাঁচ টুকরো দেহের শেষকৃত্য হয়। এর পরে পিন্টুর স্বীকারোক্তিতে আমলাপাড়ার লাশ উদ্ধার হওয়া বাড়ির পাশে ময়লার স্তূপ থেকে ব্যাগ ও পলিথিনে মোড়ানো প্রবীরের হাঁটুর নিচের বাকি অংশ দুটি […]
ভৈরব থানায় বৃদ্ধ পিতার অভিযোগ ছেলে দ্বীন ইসলামের বিরুদ্ধে
মোঃ ছাবির উদ্দিন রাজু, ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ ভৈরবে বৃদ্ধ পিতার নানান অভিযোগ ছেলের জালায় অতিষ্ঠ। কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার শিমুল কান্দি ইউনিয়নের রাজনগর গ্রামের মোঃ শুক্কুর ভান্ডারী নামে এক বৃদ্ধা তার নিজ বাড়িতে থাকতে দিচ্ছে না তার নিজ সন্তান মোঃ দ্বীন ইসলাম মিয়া (৫০) গালাগালি করে এবং বাড়িতে থাকতে পারবে না বলেন। বরণ পোষন করেন না।কয়েক […]
কিশোরগঞ্জে রেলের বুকিং ইনচার্জ আটক সাথে ৩৬৮ টিকিট
কিশোরগঞ্জ প্রতিনিধি: রেলের ৩৬৮ টিকিটসহ বুকিং সহকারী ইনচার্জ মোহাম্মদ ইরশানুল হককে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার কিশোরগঞ্জে রেলস্টেশনে এক অভিযানে এগার সিন্ধু ও কিশোরগঞ্জ এক্সপেস নামে দুইটি রেলের টিকিটসহ তাকে আটক করা হয়। দুদক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।